শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
পাকিস্তানের আসল ‘ভাইজান’ আরাব শাহ
প্রকাশ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪, ৪:৩০ অপরাহ্ন

সমাজের অনেক সমস্যার মুখে অসহায় বোধ না করে একাই এগিয়ে এলে কত বড় ফল পাওয়া যায়, পাকিস্তানের অটোরিকশা চালক আরাব শাহ তা দেখিয়ে দিচ্ছেন। সেই ‘ভাইজান’ এর কল্যাণে অনেক মেয়ে শিক্ষার সুযোগ পাচ্ছে।

পেশোয়ার শহরের উপকণ্ঠে পির বালা এলাকায় আরাব শাহ অটো রিকশা চালান। তিনি এলাকার মেয়েদের শিক্ষার লক্ষ্যে নিজের সময় দিয়ে সাহায্য করেন। তিনি তাদের বিনামূল্যে পরিবহণের ব্যবস্থা করেন। খবর ডয়চে ভেলের

নিজের উদ্যোগ সম্পর্কে আরাব বলেন, ‘আমি প্রায় নয় বছর ধরে বিনামূল্যে মেয়েদের বাসা থেকে তুলে আবার বাসায় নামিয়ে দেওয়ার পরিষেবা দিয়ে চলেছি। আমার পাঁচ বোন আছে। পরিবহণের অভাবে তারা স্কুলে যেতে পারেনি। অন্য মেয়েরাও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হোক, আমি সেটা চাই না। তাই আমি দুইশোরও বেশি মেয়েদের জন্য এই পরিষেবা দিয়ে আসছি।’

তিনি বলেন, ‘আমার পরিষেবা মেয়েদের উপকার করে আসছে। আমার সহায়তার কারণে তাদের মধ্যে অনেকে কলেজ, হাই স্কুল এমনকি বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করেছে। আমার পরিবহণের কল্যাণে এই মেয়েরা শিক্ষার নাগাল পায়। প্রায় সবাই অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে। বেশিরভাগই যাতায়াতের খরচের কারণে স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছিলো না। আমি তাদের স্কুলে ভর্তি করিয়েছি এবং বিনামূল্যে পরিবহণের সুবিধা দিয়ে আসছি।’

খবরে বলা হয়েছে, গোটা অঞ্চলে নিরাপদ ও সঠিক পরিবহণের অভাব মেয়েদের শিক্ষার পথে বড় অন্তরায়। পির বালার অনেক মেয়ে জানায়, আরবা শাহের পরিষেবার কারণেই তারা স্কুলে যেতে পেরেছে। যেমন আরজু আহমেদ নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘পরিবহণ নিয়ে আমার সমস্যা ছিল। কিন্তু এখন ভাইজানের কল্যাণে সমস্যার সমাধান হয়েছে। আমার ভাইয়া খুবই উপকারী। তিনি না থাকলে আমাদের পক্ষে শিক্ষা চালিয়ে যাওয়া সম্ভব হতো না।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft