বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
ইনজুরিতে ব্রাজিল-ম্যানসিটি গোলরক্ষক এডারসন
প্রকাশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ২:০৬ অপরাহ্ন

গত রোববার রাতে প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে খেলতে নেমে ইনজুরিতে পড়েছেন ম্যানসিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন।

ইএসপিএন জানিয়েছে, ডান পায়ের ইনজুরির কারণে আগামী তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এডারসনকে। ফলে গুরুত্বপূর্ণ এই তিন ম্যাচে দারুণ ফর্মে থাকা এই গোলবারের পাহারাদ্বারকে দলে পাবে না ব্রাজিল ও ম্যানসিটি।

রোববার অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে ইনজুরিতে পড়েন এডারসন। লিভারপুলের স্ট্রাইকার ডারউইন নুনেজের সঙ্গে সংঘর্ষে ডান পায়ে চোট পান তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে বক্সের ভেতর থেকে আসা বল ক্লিয়ার করতে শট নিতে গিয়েছিলেন এডারসন। কিন্তু বলে না লেগে ভুলবশত নুনেজের পায়ে গিয়ে লাগে এডারসনের পা। এতে পড়ে যান নুনেজ, সঙ্গে বেজে উঠে রেফারির পেনাল্টির বাঁশি। পরে পেনাল্টি শটে গোল করে লিভারপুলকে ১-১ সমতায় ফেরায় ১০ নম্বর জার্সি পরিহিত ম্যাক অ্যালিস্টার।

ম্যাচ শেষেই সিটির কোচ পেপ গার্দিওলা জানিয়েছেন, এডারসনের চোটের অবস্থা ভালো মনে হচ্ছে না। অবশেষে প্রায় এক মাসের জন্য খেলার বাইরেই থাকতে হবে এডারসনকে।

এদিকে ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে এডারসনকে দিয়েই খেলা শুরু করবেন বলে পরিকল্পনা করেছিলেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র। কারণ, আরেক গোলরক্ষক অ্যালিসন বেকার হ্যামস্ট্রিং চোটে ভুগছেন। ফলে বিশৃঙ্খল ব্রাজিলের দায়িত্ব পাওয়া নতুন কোচ দরিভালকে পরিকল্পনা আবার ঢেলে সাজাতে হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft