বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
ইন্দোনেশিয়ায় নৌকা উল্টে নিহত ২, নিখোঁজ ২২
প্রকাশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ২:০২ অপরাহ্ন

ইন্দোনেশিয়ায় নৌকা উল্টে দুই জন নিহত এবং ২২ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের উদ্ধারে উদ্ধারকর্মীরা বুধবার তাদের কার্যক্রম চালিয়েছে। কর্মকর্তারা এ কথা জানান।

দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের প্রত্যন্ত সেলায়ার দ্বীপে শনিবার অন্তত ৩৫ জন ক্রুসহ নৌকাটি ডুবে যায়। দুজনের লাশ অন্য পৃথক দ্বীপ থেকে উদ্ধার করা হয়। ২২ জন নিখোঁজ রয়েছে এবং বাকী ১১ জন তিন দিন ধরে ভাসমান অবস্থায় ছিল। স্থানীয় জেলেরা তাদের সনাক্ত করে কর্তৃপক্ষকে জানায়। পরে তাদের উদ্ধার করা হয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনতারার খবরে এ কথা হয়েছে।

স্থানীয় তল্লাশি ও উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, ইন্দোনেশিয়ার বর্ষাকাল চলছে। খারাপ আবহাওয়ার কারণে নৌকাটি উল্টে ডুবে যায়। গত ৩ মার্চ নৌকাটি নর্থ জাকার্তা বন্দর থেকে ওয়েস্ট নুসা টেংগারা প্রদেশের লুম্বক দ্বীপের উদ্দেশ্যে রওনা করে।

দুর্ঘটনায় প্রাণ হারানো দুজনের লাশ পৃথক দ্বীপ থেকে উদ্ধার করা হয়।

এদিকে উদ্ধারকাজে উদ্ধারকর্মীদের সাথে নৌসেনারাও যোগ দেয়।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় নৌ দুর্ঘটনা খুবই সাধারণ ঘটনা। প্রায় ১৭ হাজার দ্বীপের দেশ ইন্দোনেশিয়ায় এসব দুর্ঘনার কারণ হিসেবে নিরাপত্তা মানের অভাবকে দায়ী করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft