প্রকাশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ১:৫৯ অপরাহ্ন
হোটেল-রেস্তোরাঁয় অভিযানে গ্রেপ্তার শ্রমিকদের তালিকা এক মাসের মধ্যে জমা দিতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একইসঙ্গে রেস্তোরাঁয় অভিযানের সময় সেখানকার শ্রমিকদের গ্রেপ্তার কেন বেআইনি ঘোষণা করা হবে না–তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সম্প্রতি বেইলি রোডে অগ্নিকাণ্ডের পর থেকে হোটেল রেস্তোরাঁয় অভিযান শুরু করে বিভিন্ন সংস্থা। এই অভিযানে ৮০০ শ্রমিক গ্রেপ্তার হয়েছে–গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হলে তা আদালতের নজরে এনে গ্রেপ্তার শ্রমিকদের নামের তালিকা প্রকাশ চেয়ে রিট আবেদন করেন সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার মাসুদ রেজা সুবহান।
আবেদনে বলা হয়, দায়ী হোটেল রেস্তোরাঁ মালিকদের গ্রেপ্তার না করে নির্দোষ শ্রমিকদের গ্রেপ্তারের মাধ্যমে তাদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে।