প্রকাশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪, ১২:৪১ অপরাহ্ন
আজ সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সুপ্রিম কোর্ট বার নির্বাচনে অপরাধ করা ব্যক্তি যতই প্রভাবশালী হোক কোনো ছাড় দেওয়া হবে না।
কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে অত্যন্ত কঠোর।
কাদের আরও বলেন, সুপ্রিম কোর্টের নির্বাচন যথাযথভাবে অনুষ্ঠিত হয়েছে। বিচ্ছিন্ন দু-একটা ঘটনা ঘটেছে। সরকার যেহেতু অপরাধের দায়ে কাউকে ছাড় দিচ্ছে না, সেহেতু বুঝতে হবে সরকার নির্বাচনে যেকোনো অনিয়মের বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে।
বিএনপিকে উদ্দেশ করে কাদের বলেন, ‘তারেক যতদিন বিএনপির নেতৃত্বে থাকবে ততদিন দলটি আরও জনবিচ্ছিন্ন ও অপ্রাসঙ্গিক হয়ে উঠবে।’
নির্বাচনে মানুষ আগ্রহ হারিয়েছে বলে যারা প্রচার করে তাদের কথার কোনো ভিত্তি নেই বলেও জানান কাদের। বলেন, সাম্প্রতিক স্থানীয় সরকার নির্বাচনে এটা আবারও প্রমাণ হয়েছে। নির্বাচনগুলোতে ভোটার উপস্থিতি প্রমাণ করে, দেশে গণতন্ত্র আরও মজবুত হয়েছে।
বিদেশি কারও আদেশ-নির্দেশে আওয়ামী লীগ রাজনীতি করে না বলে মন্তব্য করেন কাদের। বলেন, বিদেশিদের সঙ্গে বন্ধুত্ব করে আওয়ামী লীগ।