প্রকাশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ৭:৫৭ অপরাহ্ন
লোকসানের আশঙ্কায় টানা এক মাস বন্ধ রাখার পর দিনাজপুরের হিলি বন্দর দিয়ে আবারো ভারত থেকে আলু আমদানি শুরু করেছেন আমদানিকারকরা।
শনিবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতীয় তিনটি ট্রাকে করে ৬৯ মেট্রিক টন আলু বন্দরে প্রবেশ করে। এর আগে গত ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই বন্দর দিয়ে আলু আমদানি হয়েছিল।
হিলি স্থলবন্দরের আলু আমদানিকারক মো. কবির হোসেন বাবু বলেন, ‘আমরা ৩ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আলু আমদানি করি। কিন্তু আলু আমদানিতে লোকসান দেখা দেয়ায় এক মাস আলু আমদানি বন্ধ রাখি। বর্তমানে দেশি আলুর বাজার একটু বেশি হওয়ায় বাজার নিয়ন্ত্রনে রাখার জন্য আবারও আলু আমদানি শুরু করেছি। আজ আমরা ৬৯ মেট্রিন টন আলু আমদানি করেছি।’
হিলি উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারি প্রকৌশলী মো. ইউসুফ আলী জানান, দেশে আলুর বাজার নিয়ন্ত্রণে রাখতে গত ১ ফেব্রুয়ারি ভারত থেকে আলু আমদানির অনুমতি দেয় বানিজ্য মন্ত্রনালয়।
হিলি বন্দরের ৫২ জন আমদানিকারক ৩৫ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি পান। এরপর ৩ ফেব্রুয়ারি ভারত থেকে আলু আমদানি শুরু করেন তাঁরা। কিন্তু মাত্র চার দিন আলু আমদানি হয়। এরপর আর কোনো আলু আমদানি হয়নি এই বন্দর দিয়ে।