প্রকাশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ৫:৫৯ অপরাহ্ন
দুই সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার নির্বাচনের ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। শনিবার (৯ মার্চ) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, ‘এখন পর্যন্ত কোনো প্রার্থী ভোটে প্রভাব খাটানো হয়েছে, হস্তক্ষেপ করা হয়েছে এমন অভিযোগ করেননি। আমাদের দৃষ্টিতে ভোট শান্তিপূর্ণ হয়েছে।
’
নির্বাচন ঘিরে অপ্রীতিকর ঘটনা ঘটলেও তা ভোট বিঘ্নিত করেনি জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনে ১৮টি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মোট ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কুমিল্লায় উল্লেখযোগ্য দু-একটি ঘটনা ঘটেছে। এক জায়গায় গুলির ঘটনা ঘটেছে, আরেকটি জায়গায় একজনকে ছুরিকাঘাত করা হয়েছে, তবে এসব ঘটনা ভোটে কোনো প্রভাব ফেলেনি।