প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ৯:২৮ অপরাহ্ন
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার শত চেষ্টা করে, প্রলোভন দেখিয়ে, নির্যাতন করে, জেল খাটিয়ে এবং সাজা দিয়েও বিরোধী দলে ঐক্য ভাঙতে পারেনি, আন্দোলনের ঐক্য ভাঙতে পারেনি, আর পারবেও না। তারা ঐক্যবদ্ধ আছেন এবং থাকবেন। ঐক্যবদ্ধভাবেই লড়াই করবেন।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টির একাংশের উদ্যোগে ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে’ প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি।
মান্না বলেন, রোজার মধ্যে কিছু করা যাচ্ছে না। আর কিছু সময় বুঝে না বুঝে নষ্ট করেছি। কিছু সময়ের সুযোগের ব্যবহার করতে পারিনি। আন্দোলনের রোডম্যাপ লাগবে। কিন্তু ওই রকম করে বলছি না যে, দিন ও তারিখ ঠিক করে বলবো। সেটা হবে না। কিন্তু সময় বলতে পারবো যে, এতদিনের মধ্যে আন্দোলন এভাবে এতদূর পর্যন্ত পৌছাবে। সুতরাং সবকিছু দেখে হিসাব করেই নামতে হবে। কারণ শুধু আবেগ দিয়ে এই সরকারের বিরুদ্ধে জেতা যাবে না।