বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
অলিম্পিকে খেলতে মেসিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ
প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ২:১৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ৫:৫৫ অপরাহ্ন

আর্জেন্টিনা অলিম্পিক দলের কোচ হ্যাভিয়ের মাচেরানো জানিয়েছেন, মেসির জন্য অলিম্পিকের দরজা খোলা।

কিন্তু সত্যিই কি মেসি অলিম্পিক ফুটবলে খেলবেন? তার ক্লাব ইন্টার মিয়ামি কোচ জেরার্ডো মার্টিনো অবশ্য চান মেসি কোপা আমেরিকা এবং অলিম্পিকের যে কোনো একটি খেলুক। এরপরই আলোচনাটা উঠেছে, মেসি অলিম্পিকে খেলবেন নাকি কোপায় খেলবেন?

তবে, আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনা অলিম্পিক দলের কোচ হ্যাভিয়ের মাচেরানো জানান, এরই মধ্যে মেসিকে অলিম্পিকে খেলার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

অলিম্পিকে খেলার জন্য আমন্ত্রণ শুধু মেসি নন, ডি মারিয়াকেও জানানো হয়েছে। হ্যাভিয়ের মাচেরানো জানিয়েছেন, ডি মারিয়া অলিম্পিকে খেলার আমন্ত্রণকে ফিরিয়ে দিয়েছেন। অর্থ্যাৎ তিনি অলিম্পিকে খেলতে আগ্রহী নন।

বার্সেলোনায় হ্যাভিয়ের মাচেরানো এবং মেসি ছিলেন সতীর্থ এবং বন্ধু। নিজের বন্ধুকে অলিম্পিকে খেলার আমন্ত্রণ জানিয়ে মাচেরানো বলেন, ‘আমরা এরই মধ্যে লিওকে অলিম্পিক গেমস খেলার জন্য আমাদের সঙ্গী হতে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছি। আমরা একমত হয়েছি যে, মেসির সঙ্গে এ বিষয়টা নিয়ে আরও অনেক বেশি আলোচনা করা হবে। আমরা জানি, তার জন্য এ সিদ্ধান্ত নেয়াটা হবে অনেক কঠিন।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft