বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
মেজর হাফিজ কারাগারে
প্রকাশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪, ১:৩১ অপরাহ্ন

রাজনৈতিক সহিংসতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই আদেশ দেন। এদিন বিচারিক আদালতে হাফিজ আত্মসমর্পণ করার পর তার আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ হাফিজের পক্ষে জামিন আবেদন করেন।

২০১১ সালে রাজধানীর গুলশানে রাজনৈতিক সহিংসতার ঘটনায় হাফিজ এবং বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীসহ ছয়জনকে অভিযুক্ত করে মামলা করা হয়।

২০২৩ সালের ২৮ ডিসেম্বর আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। অবৈধ জমায়েত ও যানবাহনে আগুন দেওয়ার অভিযোগে দায়েরকৃত এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন, হাফিজ ও মেজর (অব.) মোহাম্মদ হানিফকে ২১ মাসের কারাদণ্ড এবং বাকি পাঁচজনকে ৪২ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

শুনানিতে হাফিজের আইনজীবী তাহেরুল ইসলাম বলেন, সাজার বৈধতা চ্যালেঞ্জ করে আমরা উচ্চ আদালতে আপিল করব। তাই আমার মক্কেলকে এই মামলায় জামিন দেওয়া হোক।

মামলার এজাহারে বলা হয়, মহাখালী ওয়্যারলেস গেট পানির ট্যাংকির সামনের রাস্তায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবৈধভাবে জড়ো হয়ে পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেন। এ সময় তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালান এবং গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft