বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
রূপগঞ্জে অসহায় প্রতিবন্ধীকে হত্যার হুমকি, প্রতিবাদে মানববন্ধন
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪, ৫:৪৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকার অসহায় প্রতিবন্ধী জাফরের জমি জোরপূর্বক দখল ও তাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। 

আজ সোমবার মঙ্গলখালী এলাকায় ভুলতা-মুড়াপাড়া সড়কে এলাকাবাসী এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করে। মানববন্ধনে মঙ্গলখালী ও তার আশপাশের এলাকার নারী-পুরুষসহ সহস্রাধিক লোক অংশ নেয়। আয়োজিত মানববন্ধনপূর্বক সভায় সভাপতিত্ব করেন মঙ্গলখালী এলাকার ব্যবসায়ী মুরাদ হোসেন।

সভায় বক্তব্য রাখেন, ভুক্তভুগী প্রতিবন্ধী মোঃ জাফর (লিটু), মুড়াপাড়া ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি বিল্লাল হোসেন, মুড়াপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসান, মুড়াপাড়া ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাইদুর, যুবলীগ নেতা আইবুর, শিপন, চুন্নু, নুর ইসলাম, ব্যবসায়ী নুরাসহ আরো অনেকে।

মানববন্ধন সভায় ভুক্তভোগী প্রতিবন্ধী জাফর (লিটু) বলেন, আমার ৫ শতাংশ জায়গা ভূমিদস্যু আরব আলী জোরজবর করে দখলে নিয়ে গেছে। আমাকে মেরে ফেলার হুমকি ধামকি দেয়। গত কয়েকদিন পূর্বেও আমাকে গুলি করে হত্যা করবে বলেও হুমকি দেয়। আমি আমার জীবনের নিরাপত্তা চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার আবেদন ভূমি দস্যু আরব আলীর কাছ থেকে আমার জায়গা উদ্ধার করে আমাকে আমার জায়গায় থাকার ব্যবস্থা করে দিতে। 

অন্যান্য বক্তারা বলেন, ভূমি দস্যু আরব আলী তার ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে দীর্ঘদিন ধরে অসহায় লোকদের জায়গা জমি জোরপূর্বক দখল করে আসছে। আমরা এলাকাবাসী আরব আলীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছি। আমরা এলাকাবাসী ভূমি দস্যু আরব আলীর এ অত্যাচার থেকে মুক্তি চাই। প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি সুষ্ঠু তদন্ত মোতাবেক আরব আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft