প্রকাশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪, ৫:০৭ অপরাহ্ন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগীদের হয়রানি ও কমিশন নিয়ে ব্যয়বহুল বেসরকারি হাসপাতালে রোগী পাঠানোর অভিযোগে দালাল চক্রের ৫৮ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার সকাল ১১টায় র্যাব–৩ এর একটি দল এই অভিযান চালায়। এ সময় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
পরে র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, ঢাকা মেডিকেলের বহির্বিভাগ, জরুরী বিভাগ, নতুন ভবন এবং বাগান গেটের প্রশাসনিক ব্লকসহ হাসপাতালে বিভিন্ন জায়গা থেকে দালাল চক্রের সদস্য সন্দেহে ৬৬ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ৮ জনকে ছেড়ে দেওয়া হয়।
র্যাবের দাবি বিভিন্ন সময় ভুক্তভোগীদের করা অভিযোগের ভিত্তিতে সাদা পোশাকে র্যাব সদস্যরা চক্রটির ওপর নজরদারি চালিয়ে চিহ্নিত করে।
র্যাব বলছে, ঢামেকে ১০০ থেকে ১৫০ দালাল চক্রের সদস্য রয়েছে। দালালের দৌরাত্ম রুখতে এমন অভিযান চলবে বলেও জানিয়েছে আইন প্রয়োগকারী সংস্থাটি।