প্রকাশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪, ৫:০৬ অপরাহ্ন
২০২৩ ও ২৪ সালে সারাদেশের কতগুলো বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় কি পরিমাণ প্রাণহানি হয়েছে তা জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়াও এসব ঘটনায় কত ক্ষতি হয়েছে, কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানাতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সোমবার (৪ মার্চ) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
আইন ও সালিশ কেন্দ্র (আসক), ব্লাষ্টের দায়ের করা রিটের শুনানি শেষে উচ্চ আদালত থেকে এমন আদেশ আসে।
এছাড়াও বহুতল ভবন, কক্ষ, সিঁড়ি, ফ্যাক্টরিসহ বিভিন্ন স্থাপনায় অগ্নিনিরোধক ব্যবস্থা কেন নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
অপরদিকে, আবাসিক এলাকায় নির্বিচারে বাণিজ্যিক ভবন পরিচালনায় যেসব অনুমতি দেওয়া হচ্ছে তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তাও জানতে রুল জারি করেছেন হাইকোর্ট।