বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
২ দিনে রাজধানীর ৯ হাসপাতাল বন্ধ ঘোষণা
প্রকাশ: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:০১ অপরাহ্ন

রাজধানীতে অবৈধ হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে স্বাস্থ্য অধিদফতর। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনের অভিযানে মোহাম্মদপুর এলাকায় দুটি ও উত্তরায় একটি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া সেবার মানে অসন্তুষ্ট হওয়ায় চারটি প্রতিষ্ঠানকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। দুই দিনের অভিযানে এ নিয়ে মোট নয়টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হলো।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, বুধবার স্বাস্থ্য অধিদফতরের চার সদস্যের দুটি দল উত্তরা ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালায়। এসময় ইকবাল রোডের কেয়ার হসপিটাল ও শ্যামলীর ঢাকা ট্রমা সেন্টার হসপিটাল ও ডায়াগনোস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া উত্তরায় অনুমোদন না থাকায় হাইকেয়ার কার্ডিয়াক ও নিউরো হাসপাতালকে বন্ধের চিঠি দেয়া হয়েছে।

অভিযানে শ্যামলীর ইসলাম ডায়াগনস্টিক সেন্টারকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। বিভিন্ন অনিয়মের কারণে শ্যামলীর হাইকেয়ার অর্থোপেডিক্স ও জেনারেল হাসপাতালকে শোকজ করতে হবে। শ্যামলীর এসবিএফ কিডনি কেয়ার সেন্টারে ফুল টাইম নিউরোলজি বিশেষজ্ঞ নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২২ ফেব্রুয়ারি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স প্রবেশপথে টানানো, তথ্য কর্মকর্তা নিয়োগ ও লেবার রুম প্রটোকল বাধ্যবাধকতাসহ ১০ দফা নির্দেশনা দেয় স্বাস্থ্য অধিদফতর। প্রতিষ্ঠানগুলোকে এসব নির্দেশনা অবিশ্যকভাবে পালন করার কথা জানায় নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি।

বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো এসব নির্দেশনা মানছে কি না তা খতিয়ে দেখতে গতকাল থেকে অভিযান শুরু করে স্বাস্থ্য অধিদফতর। অভিযানের প্রথম দিনে লাইসেন্স না থাকা, নবায়ন না করাসহ বিভিন্ন কারণে মোট ৬টি স্বাস্থ্য প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি। এছাড়া অনিয়মের অভিযোগে আংশিক সেবা বন্ধ করা হয়েছে ১২টি প্রতিষ্ঠানের। আজ দ্বিতীয় দিন তিনটি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হলো।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft