বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

ভয়েসের উদ্যোগে ডিজিটাল সুরক্ষা ও নিরাপত্তা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত     কর ফাঁকির মামলা থেকে অব্যাহতি পেলেন তারেক রহমান    ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন    ১৫৪ রানের দুর্দান্ত জয় মেয়েদের    মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন    ‘এরা কারা? এদের পরিচয় কী?’, ইসকন প্রসঙ্গে হাইকোর্ট    ৯ দফা দাবিতে সচিবালয়ে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার   
রাশিয়ার ওপর ‘বড় ধরনের নিষেধাজ্ঞা’ দেবে যুক্তরাষ্ট্র
প্রকাশ: বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪, ২:২১ অপরাহ্ন

রাশিয়ার বিরুদ্ধে আগামী শুক্রবার বড় ধরনের নিষেধাজ্ঞার ঘোষণা দেবে যুক্তরাষ্ট্র। রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যু এবং ইউক্রেনে দুই বছর ধরে চলা যুদ্ধকে কেন্দ্র করে এই নিষেধাজ্ঞা দেবে দেশটি। 

বার্তা সংস্থা রয়টার্স হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের বরাতে বলেছে, রাশিয়ার রাজস্বের বিভিন্ন উৎসসহ প্রতিরক্ষা খাত ও বিভিন্ন শিল্পকেন্দ্রে নিষেধাজ্ঞা দেয়া হবে। আর হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তাবিষয়ক মুখপাত্র জন কারবি বলেছেন, নাভালনির সঙ্গে যা ঘটেছে এবং ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার জবাবদিহি আদায়ে এই নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, ইউক্রেন যুদ্ধের দ্বিতীয় বর্ষপূর্তিতে ঘোষণার জন্য নিষেধাজ্ঞার পরিকল্পনা আগেই নেয়া হয়েছিল। তবে এখন এই পরিকল্পনা পুনর্বিবেচনা করবে ওয়াশিংটন। নাভালনির মৃত্যুর জেরে এই পরিকল্পনায় বাড়তি পদক্ষেপ যুক্ত হবে।

রয়টার্সকে একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ট্রেজারি আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন এখন ইউরোপীয় ইউনিয়ন সফরে আছেন। সফরকালে তিনি নাভালনির মৃত্যুর ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিয়ে আলোচনা করছেন। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানিয়েছে, ইউক্রেন যুদ্ধের দ্বিতীয় বর্ষপূর্তি সামনে রেখে নেলসন জার্মানি, বেলজিয়াম ও ফ্রান্স সফর করছেন।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে মস্কোর বিরুদ্ধে দফায় দফায় নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, দেশটির বিভিন্ন কর্মকর্তা, ব্যাংক এই নিষেধাজ্ঞার আওতায় আছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft