বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
শৈশবের ক্লাবের সঙ্গে সমতায় ম্যাচ শেষ করলো মেসির মিয়ামি
প্রকাশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:১২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:১৫ অপরাহ্ন

নিউওয়েলস ওল্ড বয়েজ মেসির শৈশবের ক্লাব। আর্জেন্টিনার রোজারিওতে জন্ম নেওয়া মেসির বলতে গেলে এই ক্লাব দিয়েই ফুটবলে হাতে খড়ি।

আট বছর বয়সে ওল্ড বয়েজ ক্লাবে খেলা সেই ছোট্ট মেসিই এখন বিশ্ব ফুটবলের মহানায়ক। ফুটবলের প্রায় সব অর্জন হাতে নিয়ে এখন খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে।

ফ্লোরিডায় মেসির শৈশবের ক্লাবের সঙ্গে বর্তমান ক্লাবের প্রীতি ম্যাচ ঘিরে দর্শক আগ্রহ ছিল তুঙ্গে। আবেগাক্রান্ত হয়ে এক পাগল ভক্ত তো মাঠেও ঢুকে পড়েছিলেন। যদিও তাকে মেসির কাছে ঘেঁষতে দেননি নিরাপত্তারক্ষীরা। ভালোভাবেই শেষ হয়েছে ম্যাচটি।

বহুল প্রতীক্ষিত এ লড়াইয়ে হারেনি মেসির দুই ক্লাবের কোনোটিই। ১-১ ব্যবধানে ম্যাচ হয়েছে ড্র। তবে জয়-হার ছাপিয়ে মেসির পুর্নমিলনীই বড় ছিল এই ম্যাচে। ম্যাচ শেষে মেসিকে জড়িয়ে ধরতে দেখা যায় ওল্ড বয়েজের কয়েকজন খেলোয়াড়কে।

চোটের কারণে মেসি অবশ্য এই ম্যাচে খেলবেন কিনা, তা নিয়েই শঙ্কা ছিল। তবে শুরুর একাদশেই দেখা যায় আর্জেন্টাইন খুদেরাজকে। স্টেডিয়ামের টানেল দিয়ে দলের সঙ্গে মেসি মাঠে নামামাত্র করতালিতে আকাশ বাতাস ভারি করে তোলেন দুই দলের সমর্থকেরা।

মেসি খেলেছেন ৬০ মিনিট পর্যন্ত। বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও অবশ্য গোল করতে পারেননি। মিয়ামি গোল পায় মেসি উঠে যাওয়ার পর মিনিট চারেক পর। শানিডের বরগেলিন এগিয়ে নেন দলকে। তবে ৮৩ মিনিটে সমতা ফেরান ওল্ড বয়েজের ফ্রাঙ্কো মার্টিন দিয়াজ।

এটি ছিল এমএলএস প্রাক মৌসুমে ইন্টার মিয়ামির সর্বশেষ ম্যাচ। মৌসুমের প্রস্তুতি পর্বে মোট ৭টি ম্যাচ খেলে ৪টিতেই হেরেছে মেসির দল, ড্র করেছে দুটি, জয় অপরটিতে।

আগামী বুধবার মেজর লিগ সকারের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে রিয়েল সল্ট লেকের মুখোমুখি হবে ইন্টার মিয়ামি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft