শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
মাদারীপুরে দেশী মদসহ ব্যবসায়ী গ্রেপ্তার
মাদারীপুর প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:১৪ অপরাহ্ন

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ রবিউল ফকির (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮ (সিপিসি-৩) মাদারীপুর ক্যাম্প।

গতকাল মঙ্গলবার বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে উত্তর পার্শ্বের বস্তিতে রবিউলের মদ তৈরির কারখানা হতে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তারকৃত মোঃ রবিউল ফকির রাজৈর উপজেলার তাতীকান্দা গ্রামের মৃত শুকুর আলী ফকিরের ছেলে।

আজ বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃকমান্ডার মোঃ মুহতাসিম রসুল এ তথ্য জানান।

তিনি জানান, গ্রেপ্তারকৃত মোঃ রবিউল ফকির একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন থেকে ঐ এলাকায় ভাড়া বাসায় থেকে মদ তৈরি ও বিক্রি করে আসছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রায় ৬ লিটার দেশীয় মদ, মদ তৈরির বিভিন্ন সরঞ্জমাদি এবং মদ প্রস্তুতের বিপুল সংখ্যক কাঁচামাল সহ রবিউলকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামত সহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য রাজৈর থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে এলিট ফোর্সের চলমান সাড়াশি অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের এ ধরনের অভিযান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার মুহতাসিম রসুল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft