বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

১৫৪ রানের দুর্দান্ত জয় মেয়েদের    মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন    ‘এরা কারা? এদের পরিচয় কী?’, ইসকন প্রসঙ্গে হাইকোর্ট    ৯ দফা দাবিতে সচিবালয়ে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার    সিরিজ শেষ না করেই পাকিস্তান ছাড়লেন লঙ্কান ক্রিকেটাররা    মারা গেছেন ডোরেমন-এর কিংবদন্তি ডাবিং আর্টিস্ট    স্ত্রী হত্যা মামলায় জামিন পেলেন সাবেক এসপি বাবুল   
নাটোরে ৬৪ মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ প্রদান
নাটোর প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:২৩ অপরাহ্ন

নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই এ্যসোসিয়েশনের আয়োজনে ৬৪ মেধাবী সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ প্রদান করা হয়েছে
 
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামের হলরুমে এ বৃত্তি প্রদান করা হয়। 

এসময় বক্তরা বলেন, জীবনে সফলতায় পৌঁছাতে হলে তোমাদের পড়াশোনা করতে হবে। বাবা-মা, শিক্ষকদের কথা মেনে চলছে হবে। তাহলে জীবনের সফলতায় পৌঁছাতে পারবে। সমাজের ভাল কাজগুলোর সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখতে হবে। অসহায়-গরীব মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাহলে জীবন সুন্দর হবে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অ্যালামনাই এ্যসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্ট বাংলাদেশ লিমিটেডের এমডি মোঃ শামসুল আলম মল্লিক এফসিএ।

এসময় আরও বক্তব্য রাখেন- এ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং এম কে কলেজের সাবেক উপাধাক্ষ আহমুদুল হক চৌধুরী স্বপন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।

এতে মেধাবী সুবিধা বঞ্চিত ৬৪ শিক্ষার্থীকে ২ লক্ষ ৯৬ হাজার টাকা বৃত্তির অর্থ প্রদান করা হয়। 

উল্লেখ্য, ২০১০ সালে এই বৃত্তি কার্যক্রম শুরু হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft