প্রকাশ: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:০৫ অপরাহ্ন
পিরোজপুরে পাখি শিকার করতে গিয়ে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে দুই ভাইয়ে মৃত্যু হয়েছে। আজ শনিবার জেলার নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে উড়িবুনিয়া গ্রামের একটি খালের পাড় থেকে তাদের মারদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, উপজেলার বলদিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের উড়িবুনিয়া গ্রামের আয়নাল হক মিয়ার ছেলে নাদিম (২৪) ও মো.এমাম (২০)।
স্থানীয় ইউপি সদস্য মো. মিজানুর রহমান বলেন, নাদিম এবং এমাম তারা দুইজনে আপন দুই ভাই। গতকাল শুক্রবার রাতে পাখি শিকার করতে বের হন তারা।
এসময় তারা স্থানীয় উড়িবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ছোট খালের পাড় থেকে যাওয়ার সময় খালের পাড়ের জমিতে ইদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মারা যান।
আজ শনিবার সকালে স্থানীয়রা জমির পাশে খালের পাড়ে দুই ভাইয়ের মরদেহ দেখতে পেয়ে পরিবারে খবর দেন। তাদের পিতা আয়নাল হক একজন দিন মজুর। নিহত নাদিম এক সন্তানের জনক।
মৃত নাদিম এবং এমাম এর বাবা জানান, তার দুই ছেলে গতকাল শুক্রবার রাতে পাখি শিকার করতে বাড়ি থেকে বের হয়ে আর ঘরে ফিরে আসে নাই। সকালে স্থানীয়রা তাদের মরদেহ খালের পাড়ে পরে থাকতে দেখে আমাদের জানান।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) এইচ এম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।