প্রকাশ: রোববার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ন
নামিবিয়ার প্রেসিডেন্ট হেজ জিনগব ৮২ বছর বয়সে মারা গেছেন। তার কার্যালয় এই তথ্য জানিয়েছে। সম্প্রতি ক্যানসারের চিকিৎসা গ্রহণ করবেন বলে ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট হেজ।
জিনগব রোববার রাজধানী উইন্ডহোকের লেডি পোহাম্বা হাসপাতালে মারা যান। এই সময় পাশে ছিলেন তার স্ত্রী এবং সন্তানরা। এক বিবৃতিতে এমনটি জানিয়েছেন, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নাঙ্গোলো এমবুম্বা জিনগব। খবর আল জাজিরার
এমবুম্বা বলেন, 'নামিবিয়ান জনগণ বিশিষ্ট সেবক, মুক্তি সংগ্রামের আইকন, আমাদের সংবিধানের প্রধান স্থপতি এবং বাড়ির স্তম্ভকে হারিয়েছে।'
তিনি বলেন, 'গভীর দুঃখের এই মুহুর্তে সরকার সমস্ত প্রয়োজনীয় রাষ্ট্রীয় ব্যবস্থা, প্রস্তুতি এবং অন্যান্য প্রোটোকল মেনে চলছে। আমি জাতিকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।'
সম্প্রতি গেজের অফিস জানিয়েছিল যে, ক্যানসারের চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে নেয়া হবে তাকে। ফেব্রুয়ারির মধ্যেই তিনি নামিবিয়ায় ফিরবেন।