শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
নাটোরে টিসিবির ৩৫০ লিটার তেলসহ ব্যবসায়ী আটক
নাটোর প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:০৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:০৮ অপরাহ্ন

নাটোরের সিংড়ায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে টিসিবির ৩৫০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বিলদহর এলাকার ওই ব্যবসায়ীর বাড়ি থেকে তেল জব্দ করা হয়। রাত পৌনে ১১ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে নাটোর র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত ব্যবসায়ী শাহ আলম সিংড়া উপজেলার বিলদহর এলাকার মৃত মোঃ আব্দুস সালামের ছেলে।

র‍্যাব নাটোর জানান, শুক্রবার বেলা ১১টার দিকে বোতলজাত তেল ড্রামে ঢালছিলেন ব্যবসায়ী শাহ আলম। এসময়  স্থানীয় এক ব্যক্তির সন্দেহ হলে বিষয়টি র‍্যাবকে জানান তিনি। পরে খবর পেয়ে বিকেলে র‍্যাব সদস্যরা শাহ আলমের বাড়িতে অভিযান পরিচালনা করেন। 

এসময় তার বাড়ির টয়লেট ও ঘর থেকে ২ লিটারের ১১০টি বোতল এবং ৬৫টি প্লাস্টিকের খালি বোতলসহ ১৩০ লিটার তেল ভর্তি ড্রাম জব্দ করা হয়। এবং ব্যবসায়ী শাহ আলমকে আটক করেন।

তিনি এসব তেল গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের দায়িত্বে থাকা টিসিবির ডিলার রিপন আলীর কাছ থেকে কিনেন। দীর্ঘদিন যাবত তিনি বিভিন্ন স্থান থেকে টিসিবির ডিলাদের কাছ থেকে সরকারী নিষিদ্ধ পণ্য তেল অধিক লাভের আশায় ক্রয় করে তার নিজ বাড়িতে মজুদ করেছিল। এ ঘটনায় সিংড়ায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft