প্রকাশ: মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন
ব্রিসবেনের গ্যাবায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মিচেল স্টার্কের ইয়র্কার ঠিকঠাক খেলতে পারেননি, বল আঘাত হানে সরাসরি আঙুলে। আঘাত এতটাই গুরুতর ছিল যে সতীর্থদের কাঁধে ভর করে মাঠ ছাড়তে হয়েছিল শামার জোসেফকে। সেই জোসেফ বল হাতে এসেই লিখলেন ইতিহাস। একাই ৭ উইকেট নিয়ে ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে উইন্ডিজকে ভাসিয়েছেন টেস্ট জয়ের আনন্দে।
রূপকথার এই নায়ককে নিয়েই এখন ক্রিকেটপাড়ায় যত চর্চা। এর মধ্যেই জোসেফ পেলেন সুখবর। ডাক পেলেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল পেশওয়ার জালমিতে। পাকিস্তানের ঘরোয়া লিগের দলটিতে তিনি ডাক পেয়েছেন ইংলিশ ক্রিকেটার অ্যাটকিনসনের বিকল্প হিসেবে। পিএসএলের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হয় শামারের দল পাওয়ার বিষয়টি।
জোসেফকে দলে ভিড়িয়ে আজ সোমবার পেশওয়ার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে তার ছবি দিয়ে লিখেছে, ‘ভক্তরা চেয়েছে, আমরা এনেছি। পেশওয়ার জালমি পরিবারে স্বাগত, শামার জোসেফ।’ আগামী ১৭ ফেব্রুয়ারি মাঠে গড়াবে পিএসএলের দশম আসর। ১৮ মার্চ ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টটির।