শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৯ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
পালমাসকে ২-১ গোলে হারিয়ে শীর্ষে রিয়াল
প্রকাশ: রোববার, ২৮ জানুয়ারি, ২০২৪, ৮:৩০ অপরাহ্ন

গতকাল শনিবার রাতে লাস পালমাসের মাঠে খেলতে গিয়ে ২-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। এই জয়ের সুবাদে স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে তারা। ২১ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৫৪, সমান ম্যাচে জিরোনার পয়েন্ট ৫২।

এস্টাডিও গ্রান ক্যানারিয়ায় প্রথমার্ধে কোনো গোলই করতে পারেনি রিয়াল। দ্বিতীয়ার্ধে প্রথমে গোল হজম করে পিছিয়ে পড়ে তারা। তবে ভিনিসিয়ুস জুনিয়র এবং অরিলিয়েন চুয়ামেনির গোলে শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

বিশেষ করে সাইডবেঞ্চে থাকা ফুটবলার চুয়ামেনির গোলেই জয়টা পেয়েছে রিয়াল মাদ্রিদ। আজ রাতেই অবশ্য শীর্ষস্থান আবার হারাতে পারে রিয়াল। কারণ জিরোনা মাঠে নামবে সেল্ট ভিগোর বিপক্ষে। জিতলেই জিরোনা উঠে যাবে পয়েন্ট টেবিলের শীর্ষে।

মূল খেলোয়াড়দের অধিকাংশকে বাইরে রেখেই স্কোয়াড সাজিয়েছিলেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ইংলিশ তারকা জুদ বেলিংহ্যাম মাঠে নামতে পারেননি নিষেধাজ্ঞার কারণে। আলমেরিয়ার বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখার কারণে এই ম্যাচে খেলতে পারেননি তিনি। যে কারণে প্রথমার্ধে বেশ ভুগতে হয়েছিলো তাদের।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ৮ মিনিটের মাথায় (৫৩তম মিনিটে) লাস পালমাসের হয়ে রিয়ালের জালে বল জড়ান জাভি মুনোজ। ৬৫ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিয়ুস। ৮৪ মিনিটে জয়সূচক গোল করেন অরিলিয়েন চুয়ামেনি।

জয়ের পর কোচ আনচেলত্তি বলেন, ‘আমাদের সাইড বেঞ্চও যে দারুণ অবস্থায় রয়েছে এ ম্যাচ তার বড় প্রমাণ। আমাদের সাফল্যের এটা একটা উপাদান। বেঞ্চের দিকে যখন তাকাই, দেখি অনেকগুলো ভালো ভালো খেলোয়াড় বসে আছে, মাঠে নামতে পারছে না। এটাই আমাদের বড় শক্তি।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft