বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

আইনজীবী হত্যায় নিষিদ্ধ ছাত্রলীগের দুজনসহ অংশ নেয় ১৫ জন    জিয়াকে নিয়ে মন্তব্যের জের বিচারপতিকে ডিম ছুড়ে মারলেন আইনজীবীরা    ভারতের উচিত তার দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা: তথ্য উপদেষ্টা    আল-কোরআনের বয়ানে ফিলিস্তিন    চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচার দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের : সম্প্রীতির ডাক    কোটালিপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৩ শত থেকে ৫ হাজার টাকা উত্তোলনের অভিযোগ    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু : হাসপাতালে ভর্তি ৮৮৮   
এবার পাকিস্তানকেও হারালো বাংলাদেশের মেয়েরা
প্রকাশ: শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪, ৮:১৬ অপরাহ্ন

শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল। এবার বাংলাদেশের মেয়েরা হারাল পাকিস্তানকেও। পেয়েছে ৩৬ রানের জয়। শনিবার (২৭ জানুয়ারি) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম একাডেমি গ্রাউন্ডে বাংলাদেশের দেয়া ১৩৭ রানের জবাবে পাকিস্তানের মেয়েরা থামে ৭ উইকেট হারিয়ে ১০০ রানে। 

আনোশা নাসিরের বলে দলীয় ২৪ রানে ওপেনার মোসাম্মৎ ইভা (৬) ফিরলেও বাংলাদেশ লড়াকু পুঁজি পায় আরেক ওপেনার-উইকেটরক্ষক সুমাইয়া আক্তার সুবর্ণার ২৪, আরভিন তানির ৩১, অধিনায়ক সুমাইয়া আক্তারের ৩২ ও রাবেয়া খাতুনের অপরাজিত ২৩ রানের সুবাদে। ইনিংসের শেষ বলে আনোশার দ্বিতীয় শিকার হোন সুমাইয়া। ৩২ রানের ইনিংস খেলার পথে তিনি খেলেন ২৪ বল। 

লক্ষ্য তাড়ায় দারুণ শুরু পায় পাকিস্তান। ওপেনিং জুটিতেই করে ফেলে ৫১ রান। ইনিংসের ১১তম ওভারের তৃতীয় বলে সামিয়া আফসারকে (২৫) ফিরিয়ে সেই জুটি ভাঙেন আফিফা আশিমা। এরপরই পাকিস্তানের মেয়েদের বিপর্যয় শুরু। পরের উইকেট চারটি দলীয় ৬৯,৭১, ৭৩ ও ৭৫ রানে। 

আরেক ওপেনার আয়মান ফাতিমার ৪৩ বলে ৩৯ রানের ইনিংসটি ছাড়া আর কোনো উল্লেখযোগ্য ইনিংস নেই তাদের। বাংলাদেশের হয়ে ৪ ওভারে ১২ রান দিয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন আশিমা। ১০ রান দিয়ে ১ উইকেট নেন রাবেয়া। ম্যাচসেরাও তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft