বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

তেল-ডাল-চিনিসহ ২৪৫ কোটি টাকার ইউরিয়া কিনবে সরকার    দীর্ঘদিন ফল সতেজ থাকবে যে উপায়ে    ঢাকায় জিকা ভাইরাস রোগী শনাক্ত    ৪৬তম বিসিএস প্রিলির ফল পুনরায় প্রকাশ, উত্তীর্ণ ২১৩৯৭    প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি    নগ্ন দৃশ্য ফাঁস নিয়ে মুখ খুললেন দক্ষিণি অভিনেত্রী    ঢাকার পাশের ১০ লাখ পোশাকশ্রমিক পাবেন টিসিবির পণ্য   
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির কালো পতাকা মিছিল ও পথসভা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪, ১:০৮ অপরাহ্ন

দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি ও খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবৈধ সংসদ বাতিলসহ এক দফা দাবী আদায়ের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে কালো পতাকা মিছিল ও পথসভা করেছে জেলা বিএনপি।

গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় শহরের নিমতলা এলাকা থেকে কালো পতাকা মিছিল বের করে দলটির নেতাকর্মীরা। এ সময় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কালো পতাকা ও ব্যানার নিয়ে মিছিলে অংশ নেয়। মিছিলটি বাতেন খাঁর মোড় হয়ে শান্তিমোড়
এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত পথসভা। 

জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে এন সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, যুগ্ম-আহ্বায়ক জেলা বিএনপির হায়াত দৌলা ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান।

এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার অবৈধ, আর এই অবৈধ নির্বাচন বাংলার মানুষ প্রত্যাখান করেছে। এই কালো পতাকা মিছিলের সেদিন শেষ হবে; যেদিন এ সরকারের পতন হবে। ভারতীয় ফর্মুলায় এদেশে আর কোন নির্বাচন হবেনা। তাই খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবৈধ সংসদ বাতিলসহ অবিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান নেতা-কর্মীরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft