প্রকাশ: শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪, ৪:০৭ অপরাহ্ন
শেরপুর-৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম রাস্তায় চাঁদাবাজি বন্ধের নির্দেশ দিয়েছেন। শ্রীবরদী উপজেলার কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, গণ্যমান্যব্যক্তি এবং সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি তাঁর নির্বাচনী এলাকায় এই নির্দেশনা দেন।
তিনি ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাঁকাকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানেও একই নির্দেশনা দেন। নির্দেশনায় সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের মাধ্যে স্বস্তি ফিরে এসেছে।
জানা যায়, দুই উপজেলায় কমপক্ষে ১৫স্থানে শ্রমিক সংগঠনের নামে চাঁদাবাজি করে একটি চক্র। চাঁদা আদায়ে নানা ধরনের জুলুম নির্যাতনও চালায় বলে অভিযোগ রয়েছে। চাঁদা আদায়ে ২রিকশা চালককে মারধরের অভিযোগ যায় এমপির কাছে। পরে তিনি চাঁদাবাজি বন্ধে প্রশাসনকে এনির্দেশনা দেন।