শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
হার এড়াতে পারলো না ইন্টার মায়ামি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪, ১:১৯ অপরাহ্ন

বছরের শুরুটা ভালো হলো না যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির। যুক্তরাষ্ট্রের টেক্সাসের কটন বোল স্টেডিয়ামে আজ মঙ্গলবার ১-০ গোলে হেরেছে মেসির ইন্টার মায়ামি। অথচ গোল না পাওয়া দুটি ম্যাচেই প্রাণভোমরা লিওনেল মেসির পাশাপাশি খেলেছেন উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজ।

প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে এল সালভাদরের বিপক্ষে ড্রয়ের পর এবার এফসি ডালাসের বিপক্ষে হেরেই গেল মেসির দল। সুয়ারেজ-মেসির মতো তারকাদের নিয়েও গোল খরায় ভুগছে ক্লাবটি। এটি তাদের জন্য নতুন মৌসুম শুরুর আগে বেশ দুশ্চিন্তার বটে।

ম্যাচের শুরুতেই বড়সড় ধাক্কা খায় মায়ামি। তৃতীয় মিনিটে ডালাসের হয়ে একমাত্র গোলটি করেন জেসুস ফেরেইরা। মায়ামি গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডারকে ফাঁকি দিয়ে জালে বল পাঠান জেসুস। শুরুতে গোল হজম করে বেশ চাপে পড়ে মায়ামি। যদিও বারবার চেষ্টা করেও সেই চাপ কাটিয়ে উঠতে পারেনি তারা।

ম্যাচের ১২তম মিনিটে মেসির জোড়া শট ঠেকিয়ে দলকে বিপদের হাত থেকে রক্ষা করেন ডালাস গোলরক্ষক মাইকেল কোলোডি। এরপর ২৭তম মিনিটে সতীর্থ সুয়ারেজের পাস থেকেও আরেকটি সুযোগ পান মেসি, সেটিও কাজে লাগাতে ব্যর্থ আর্জেন্টাইন মহাতারকা।

প্রীতি ম্যাচের দ্বিতীয়ার্ধে বেশক’টি গোলের সুযোগ হাতছাড়া করে মায়ামি। ম্যাচের ৬৪তম মিনিটে মেসি, লুইস সুয়ারেজ ও সার্জিও বুসকেটসকে তুলে নেয় মায়ামি। যদিও তাতে খুব একটা লাভ হয়নি, বাকি সময়ে আর উল্লেখযোগ্য কোনো আক্রমণই করতে পারেনি দলটি।

আগামী ২১ ফেব্রুয়ারি শুরু হবে নতুন মৌসুমে মেজর লিগ সকার (এমএলএস)। মেসিরা প্রথম ম্যাচটি খেলবে রিয়াল সল্ট লেকের বিপক্ষে। সেই ম্যাচের আগে আরও পাঁচটি প্রীতি ম্যাচ খেলবে মায়ামি। এর মধ্যে প্রথম দুটি সৌদি আরবে। ২৯ জানুয়ারি প্রথম ম্যাচে প্রতিপক্ষ নেইমারের আল হিলাল। ১ ফেব্রুয়ারি খেলতে হবে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের বিপক্ষে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft