প্রকাশ: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪, ৭:০৫ অপরাহ্ন
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যেতে দর্শনার্থীদের জন্য ফার্মগেট থেকে সরাসরি বাস চলাচল করবে। উত্তরা থেকে মতিঝিলসহ পুরো এলাকার যাতায়াতের একটি লিংক করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
শনিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, মেলায় আসা দর্শনার্থীরা পণ্য কিনে কোনো ভাবেই প্রতারিত হবেন না। যদি খাবারের মান ও পণ্যের মান খারাপ হয়, আমাদের জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর আছে, আমি কড়া নির্দেশনা দেব যাতে কোনোভাবেই কেউ প্রতারিত না হয়।
তিনি বলেন, বাণিজ্য মেলার উদ্দেশ্য হচ্ছে দেশীয় পণ্যকে বিদেশে প্রমোট করা। রফতানির পরিধি বাড়ানো। সে লক্ষ্যেই এটি করা হয়। আর আমি দায়িত্ব নিয়েছি অল্প কয়েকদিন। এটা আমার জন্য একটি এক্সপেরিয়েন্স।
আহসানুল ইসলাম টিটু আরও বলেন, মেলার আইনশৃঙ্খলা রক্ষায় নিজস্ব সিকিউরিটির জন্য ৫০ জন নিরাপত্তা কর্মী নেওয়া হয়েছে। এছাড়া পুলিশ, আনসারের পাশাপাশি র্যাবের সদস্যরাও থাকবে। এছাড়া তথ্য ও অভিযোগ বাক্স থাকবে। আমরা গুরুত্ব দিয়ে প্রতিদিন অভিযোগগুলো মনিটর করে ব্যবস্থা নেব।
এবার বাণিজ্য মেলায় তুরস্ক, ইরান, হংকং, ভারত, পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশ অংশ নিয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু)।