প্রকাশ: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪, ৫:৪১ অপরাহ্ন
জয়পুরহাটের আক্কেলপুরে মাদক দ্রব্য ইনজেকশন জাতীয় ২০পিস এ্যাম্পুল বিক্রয় করার সময় তিলকপুর ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম শুভ (৩৭) এবং তার সহযোগী মারুফ সরদার (২৮) কে হাতেনাতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তারা দির্ঘ দিন থেকে মাদক ব্যাবসার সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ। ধৃত ইউপি সদস্য উপজেলার করমজি গ্রামের কফিল মন্ডলের ছেলে এবং তার সহযোগী মারুফ সরদার কাদোয়া বিষ্ণপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে তিলকপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম শুভ মাদক ক্রয়-বিক্রয় করছেন এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম উপজেলার রায়নগর গ্রামের আক্কেলপুর-তিলকপুর সড়কের সাতভাই মোড় এলাকায় অভিযান পরিচালা করে তার সহযোগীসহ তাকে হাতে নাতে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছে থাকা ২০ পিস মাদকদ্রব্য এ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করে জব্দ করে পুলিশ। এ ঘটনায় আক্কেলপুর থানার উপ-পরিদর্শক মাসুদ রানা বাদি হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ্যাম্পুলসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।