বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

মৃত্যুর পর সম্পদের কি হবে জানালেন ওয়ারেন্ট বাফেট    অ্যাডভোকেট সাইফুলের জানাজায় হাসনাত-সারজিস    আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৬ জনসহ গ্রেফতার ২৭    সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন মির্জা ফখরুল    অবশেষে ইসরায়েল-হিজবুল্লাহর যুদ্ধবিরতি কার্যকর : বিভিন্ন দেশ স্বাগত জানিয়েছে     আমু-আনিসুল-কামরুল ফের রিমান্ডে    জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার দণ্ড থেকে খালেদা জিয়াকে খালাস   
৫০ টাকার নিচে সবজি নেই বাজারে
প্রকাশ: শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪, ১২:১৪ অপরাহ্ন

রাজধানীর খুচরা বাজারে মুলা ও পেঁপে ছাড়া ৫০ টাকার নিচে সবজি পাওয়া যাচ্ছে না। শাকের আঁটি ছোট, দামও বেড়েছে। মাংসের দাম আবার বেড়েছে। বাড়তি দামে বিক্রি হচ্ছে মুরগি ও রসুন। বৃহস্পতিবার রামপুরা, জোয়ারসাহারা, বাড্ডা ও মহাখালী কাঁচাবাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

বিক্রেতারা বলছেন, এখন সবজির ভরা মৌসুম হলেও আবহাওয়া পরিস্থিতির কারণে উৎপাদন কম হয়েছে। এতে পাইকারি বাজারে শাক-সবজির সরবরাহ তুলনামূলকভাবে কম। এখন তাঁদের বাড়তি দামে শাক-সবজি কিনে আনতে হচ্ছে। তাই তাঁরা দাম বাড়িয়ে বিক্রি করছেন।

বাজার ঘুরে দেখা গেছে, বেগুন মানভেদে প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা, টমেটো ৬০ থেকে ৭০ টাকা, শিম ৬০ থেকে ৮০ টাকা, আলু ৫০ থেকে ৬০ টাকা, পেঁয়াজ ৯০ টাকা, কাঁচা মরিচ ১২০ থেকে ১৪০ টাকা, মুলা ৪০ টাকা, পেঁপে ৪০ টাকা, করলা ৮০ থেকে ৯০ টাকা, চিচিঙ্গা ৭০ থেকে ৮০ টাকা, মটরশুঁটি ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। 

এছাড়া ফুলকপি প্রতিটি ৫০ টাকা, বাঁধাকপি প্রতিটি ৫০ থেকে ৬০ টাকা, লম্বা লাউ প্রতিটি ৭০ থেকে ১০০ টাকা। লালশাক, পালং, মুলাশাক ও ডাঁটাশাকের আঁটি ছোট হয়ে এসেছে। দাম বেড়ে প্রতি আঁটি ১৫ টাকায় বিক্রি হচ্ছে। লাউশাক ও পুঁইশাকের প্রতি আঁটি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর জোয়ারসাহারা বাজারের সবজি ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম বলেন, ‘এখন সবজির মৌসুম হলেও কারওয়ান বাজারে সবজির সরবরাহ সেভাবে নেই। এতে পাইকারিতেই সবজির দাম বেশি। বৈরী আবহাওয়ার কারণে এবার বগুড়াসহ বিভিন্ন এলাকায় সবজির উৎপাদন কম হয়েছে। এসব কারণে বাজারে এখন সবজির দাম বাড়তি।’

বাড্ডার সবজি ব্যবসায়ী আরিফুর রহমান বলেন, ‘পাইকারি বাজারে ঢাকার বাইর থেকে পর্যাপ্ত শাক আসছে না। এ কারণে আড়ত থেকে আমাদের বাড়তি দামে শাক কিনে আনতে হচ্ছে। গত বছর এই মৌসুমে মুলাশাকের আঁটি প্রতিটি দুই থেকে তিন টাকা কিনতে পারতাম, এবার কিনতে হচ্ছে ৮-৯ টাকা করে। গত বছরের চেয়ে প্রায় তিন গুণ বেশি দামে এবার শাক কিনতে হচ্ছে।’

জোয়ারসাহারা বাজারে সবজি কিনতে আসা মো. হিরণ নামের এক ক্রেতা  বলেন, ‘সবজির মৌসুমেও যদি ১০০ টাকা কেজি দরে বেগুন কিনতে হয়, তাহলে সামনে যে কী হবে, তা কল্পনার বাইরে। বছরের এই সময়ে বেগুনের দাম প্রতি কেজিতে সাধারণত ৪০ থেকে ৫০ টাকার বেশি থাকে না। কৃষকের কাছ থেকে কম দামে সবজি কিনে মধ্যস্বত্বভোগীরা কারসাজি করে দাম বাড়াচ্ছে। তাই সরকারকে জোরালোভাবে বাজার তদারকিতে নজর দিতে হবে। নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের সরকারের কাছে একটাই চাওয়া—বাজারদর যেন ক্রেতার নাগালে থাকে।’ 

রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে গতকাল ব্রয়লার মুরগি প্রতি কেজি ২০০ টাকা, সোনালি মুরগি ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে গরুর মাংস কেজিতে ৫০ টাকা বেড়ে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

 ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft