প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ন
চিত্রনায়িকা মাহিয়া মাহি এবারের জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী। রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ট্রাক প্রতীকে লড়ছেন তিনি। তবে তিনি নিজেই ভোট প্রদান করতে পারছে না। এছাড়া এই আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ওমর ফারুক চৌধুরীরও ভোট প্রদানের সুযোগ আপাতত নেই।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিল্লাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। এ ব্যাপারে মাহিয়া মাহি নিজেও মুখ খুলেছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মাহিয়া মাহি রাজশাহী-১ আসনের প্রার্থী হলেও তিনি গাজীপুরের ভোটার। এছাড়া নৌকা প্রতীকের প্রার্থী ওমর ফারুক চৌধুরী রাজশাহী সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের ভোটার। ফলে রাজশাহী-১ আসনে ভোট দিতে পারছেন না নায়িকা মাহি ও ফারুক চৌধুরী।
চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন, আমি বাংলাদেশের নাগরিক এটাই সবচেয়ে বড় বিষয়। ভোটার হতে হবে এটা যদি বড় বিষয় হতো, তাহলে কেউ ভোট করতে পারত না।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, মাহিয়া মাহি তানোরের ভোটার না। এছাড়া ওমর ফারুক চৌধুরীও তানোরের ভোটার না। তিনি শহরের ভোটার। সেজন্য তারা এই আসনে ভোট দিতে পারেননি। নির্বাচনী আসনে ভোটার হতেই হবে এমন নয়।