প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ১০:৫৬ পূর্বাহ্ন
নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, ভোটকেন্দ্রগুলোতে ব্যালট সরঞ্জাম ঠিকমতো পৌঁছাতে পেরেছি। সামান্য কিছু ঘটনা ছাড়া নির্বাচন ভালো হবে। সব প্রস্তুতি আছে।
রোববার (৭ জানুয়ারি) রাজধানীর সিটি কলেজে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আনিছুর রহমান বলেন, যদি কেউ ঝামেলা করে তাহলে ভোটারগণ প্রতিহত করবেন।
উল্লেখ্য, নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি। ফলে ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় আট লাখ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া ভোটের মাঠে স্ট্রাইকিং ফোর্স হিসেবে রয়েছে সশস্ত্র বাহিনীও।
এবারের নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এরমধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী এবং ৮৫২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।