শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
হামাসের উপপ্রধান হত্যার পর আমরা আর চুপ থাকতে পারি না: নাসরুল্লাহ
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪, ৬:৩৪ অপরাহ্ন

আল জাজিরার এক প্রতিবেদন জানায়, গতকাল বুধবার এক টেলিভিশন ভাষণে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ বলেছেন, বৈরুতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের উপপ্রধান হত্যার পর আমরা আর চুপ থাকতে পারি না। ইসরায়েল গাজা থেকে লেবানন পর্যন্ত যুদ্ধ বাড়ানোর সিদ্ধান্ত নিলে শেষ পর্যন্ত লড়াই করবে হিজবুল্লাহর সশস্ত্র বাহিনী। 

হাসান নাসরুল্লাহ এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করার পাশাপাশি হামাস উপপ্রধান সালেহ আল-আরৌরি হত্যাকাণ্ডকে প্রকাশ্য আগ্রাসন বলে অভিহিত করেছেন। 

গত মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের দাহিয়েতে হামাসের কার্যালয় লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। পরে হামাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে উপপ্রধান আরৌরিসহ ৭ জন নিহতের বিষয় নিশ্চিত করা হয়।

৫৭ বছর বয়সী সালেহ আল-আরৌরি হামাসের সামরিক শাখার প্রতিষ্ঠাতা সদস্য এবং গাজার পশ্চিম তীরে ফিলিস্তিনি গোষ্ঠীর প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন। পশ্চিম তীরের রামাল্লায় বেড়ে ওঠা আরৌরির দীর্ঘ ১৫ বছর কেটেছে ইসরায়েলের কারাগারে। তিনি দীর্ঘদিন ধরে লেবাননে বসবাস করছিলেন। গত ৭ অক্টোবর ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হলে থেকে হামাসের একজন সামরিক মুখপাত্র হিসেবে সামনে আসেন তিনি।

এদিকে লেবানন ঘোষণা দিয়েছে বৈরুতে হামলার ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তোলা হবে। তবে ইসরায়েলের সামরিক বাহিনী এ নিয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া দেয়নি।

তবে ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণ সীমান্তে সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালানোর কথা জানায়। গত ৮ অক্টোবর থেকে লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হিজবুল্লাহর দফায় দফায় সংঘর্ষ হয়। এই সংঘর্ষে এখন পর্যন্ত সশস্ত্র গোষ্ঠীটির অন্তত ১৪০ জন যোদ্ধা নিহত হয়েছেন। অপরদিকে হিজবুল্লাহর পাল্টা হামলায় নিহত হয়েছেন বেশ কয়েকজন ইসরায়েলি সেনা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft