প্রকাশ: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪, ৭:৩৪ অপরাহ্ন
নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মর্তুজাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির। আজ বুধবার সকালে নিজ বাসায় সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে সৈয়দ ফয়জুল আমির বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য নড়াইল-১ আসনের এমপি কবীরুল হক মুক্তিসহ স্থানীয় নেতারা অনুরোধ করেছেন । তাই শারীরিকভাবে মারাত্বক অসুস্থ্য উল্লেখ করে পরিবারের চাপে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ ফয়জুল আমির বলেন, এটা ষড়যন্ত্র হলেও এ সময়ে এসে আমি কোন শক্ত কথা বলতে চাচ্ছি না।
এদিকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর কথা বললেও স্থানীয় একটি সূত্র জানায়, আদালতে মিথ্যা তথ্য দিয়ে তিনি প্রার্থিতা ফেরত পেয়েছেন যা আইনত অপরাধ। এই অপরাধে দণ্ডিত হবার আশংকা থেকেই তিনি সরে দাঁড়িয়েছেন।
এদিকে আদালত সূত্রে জানা গেছে, গত ২০ ডিসেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ তার প্রার্থিতা প্রত্যখ্যান করলেও ২৮ ডিসেম্বর হাইকোর্টের অপরবেঞ্চে রিট আবেদন করে মনোয়ন ফেরত পান। পরবর্তীতে নির্বাচন কমিশন তাকে ট্রাক প্রতীক বরাদ্দ দেন।
এক্ষেত্রে আদালতে তথ্য গোপন করে সৈয়দ ফয়জুল আমির প্রতারণার আশ্রয় নিয়ে প্রার্থিতা ফেরত পান বলে সূত্র জানায়।