শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৯ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
নাশকতাকারীদের তথ্য দিলে ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার: আইজিপি
প্রকাশ: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ৫:৪১ অপরাহ্ন

যশোর পুলিশ সুপারের কার্যালয়ে আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে খুলনা বিভাগের ১০টি জেলার পুলিশ সুপারদের সঙ্গে মতবিনিময় শেষে সংবাদ ব্রিফিংয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন নির্বাচন নিয়ে নাশকতাকারীদের তথ্য দিলে ২০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন।

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, নির্বাচন নিয়ে এখনো কোনো নাশকতার শঙ্কা নেই। এরপরও নাশকতা ঠেকাতে বাংলাদেশ পুলিশ নিরাপত্তার সব ব্যবস্থা গ্রহণ করেছে। কারও কাছে কোনো নাশকতার তথ্য থাকলে পুলিশকে জানাতে পারেন। নির্বাচন বানচাল ও এ ধরনের অপপ্রয়াস যারা চালায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদি কেউ নাশকতাকারীদের তথ্য দেন, তাঁদের পরিচয় গোপন করে ২০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

দেশবাসীকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানিয়ে আইজিপি বলেন, ‘নির্বাচনের আগে ও পরে নির্বাচন কমিশনের নির্দেশনায় পুলিশ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে থাকে। আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন। পুলিশ আপনাদের পাশে রয়েছে। প্রার্থীদের তালিকা অনুযায়ী ও আমাদের নিজস্ব ব্যবস্থায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা প্রস্তুত করা হয়েছে। সেসব কেন্দ্রে অধিক সতর্কতার সঙ্গে পুলিশ দায়িত্ব পালন করবে।’

সংখ্যালঘুদের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে জানিয়ে আইজিপি বলেন, ‘নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘু রয়েছে, তাদের উৎকণ্ঠার কথা মাথায় রেখে নির্বাচনী নিরাপত্তা গ্রহণ করেছি। তাঁরা যেন নিরাপদে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে পুলিশ সুপারদের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি নারী ও বয়স্করা যাতে ভোট দিতে পারেন, সে বিষয়ে পুলিশ তাঁদের সহযোগিতা করবে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টহল জোরদার করা হবে। আগামী নির্বাচন যথাযথভাবে সম্পন্ন করতে পুলিশের সব সদস্য মানসিকভাবে প্রস্তুত রয়েছেন।’

এ সময় উপস্থিত ছিলেন পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মঈনুল হক, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদ্দারসহ খুলনা বিভাগে কর্মরত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft