বুধবার ২২ জানুয়ারি ২০২৫ ৮ মাঘ ১৪৩১
 

এবার হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে পলক     ঢাবি এলাকায় গাছ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার    বোমা হামলার হুমকি পাওয়া বিমানটিতে তল্লাশি    জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম    সাবেক মেয়র আতিক তিন দিনের রিমান্ডে    ফেব্রুয়ারিতেই চীনা পণ্যে বাড়তি শুল্ক আরোপের চিন্তা ট্রাম্পের    শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিলের আবেদন করবে ডিএমপি   
শুটিংয়ের সময় মারা গেছেন অভিনেতা যোগেশ মহাজন
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৩:০১ অপরাহ্ন

আবারও দুঃসংবাদ ভারতীয় শোবিজ অঙ্গনে। সিরিয়ালের শ্যুটিং করতে গিয়ে মৃত্যু হলো জনপ্রিয় টেলি অভিনেতা যোগেশ মহাজনের। ভারতীয় গণমাধ্যম অনুসারে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। রবিবার (১৯ জানুয়ারি) রাতে মৃত্যু হয়েছে তার।

মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৪৪ বছর।

বছরটা একদমই ভালো যাচ্ছে না ভারতীয় শোবিজ ইন্ডাস্ট্রির। শুরু থেকেই শোকের খবর আসছে। গত ১ জানুয়ারি মৃত্যু হয় টালিউড পরিচালক অরুণ রায়ের।

সপ্তাহ দুই পর মারা যান সুদীপ পাণ্ডে। এর কয়দিন পর গত ১৭ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমান টেলিভিশন অভিনেতা আমন জয়সওয়াল। এবার অকালেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন হিন্দি ও মারাঠি টেলি ইন্ডাস্ট্রির তারকা অভিনেতা যোগেশ মহাজন।

সংবাদমাধ্যমের খবর, গত ১৮ জানুয়ারি একটি সিরিয়ালের শুটিং করছিলেন যোগেশ।

সেখানে কিছুটা অসুস্থ বোধ করায় শুটিং ফ্লোরের কমপ্লেক্সেই ফ্ল্যাটে চলে যান। পরদিন রবিবারও শুটিং করার কথা ছিল তার। কিন্তু নির্ধারিত সময়ে শুটিং ফ্লোরে না যাওয়ায় তার খোঁজ নেয়া শুরু হয়। এ সময় ফ্ল্যাটে গিয়ে দেখা যায় ফ্লোরে জ্ঞানহীন অবস্থায় পড়ে আছেন অভিনেতা যোগেশ। পরে তাৎক্ষণিক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

মারাঠি থিয়েটার থেকে অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন যোগেশ। প্রথমে মারাঠি টিভি সিরিয়াল এবং পরে হিন্দি সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজর কাড়েন। ‘শিব শক্তি তপ ত্যাগ তাণ্ডব’ সিরিয়ালে অভিনয় করে দর্শকহৃদয়ে আলাদা জায়গা করে নেন।

এছাড়া ‘আদালত’, ‘জয় শ্রীকৃষ্ণ’, ‘দেব কি দেব মহাদেব’, ‘সম্রাট অশোক’সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করে তারকা খ্যাতি লাভ করেছিলেন যোগেশ মহাজন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft