বুধবার ২২ জানুয়ারি ২০২৫ ৮ মাঘ ১৪৩১
 

শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিলের আবেদন করবে ডিএমপি    সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে অধ্যাদেশ জারি    সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আয়কর নথি জব্দের আদেশ     তুরস্কে রিসোর্টে আগুন লেগে ৬৬ জন নিহত    দেড় লাখ টন সার আমদানি করবে সরকার    সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা    গাজায় ধ্বংসস্তুপ থেকে ৬৬ লাশ উদ্ধার   
নালিতাবাড়ীতে নানা আয়োজনে দৈনিক জবাবদিহির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ২:১২ অপরাহ্ন

শেরপুরের নালিতাবাড়ীতে নানা আয়োজনে দৈনিক জবাবদিহির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল সোমবার রাতে প্রেসক্লাব নালিতাবাড়ীর মিলনায়তন কক্ষে এই আয়োজন করা হয়। দৈনিক জবাবদিহির ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়ার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

দৈনিক জবাবদিহির নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি আমানুল্লাহ আসিফের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব নালিতাবাড়ীর উপদেষ্টা এমএ হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার, সভাপতি আব্দুল মান্নান সোহেল, সহ-সভাপতি বিপ্লব দে কেটু।

এছাড়াও প্রেসক্লাব নালিতাবাড়ীর দপ্তর ও প্রচার সম্পাদক মুজাহিদুল ইসলাম উজ্জ্বলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন প্রেসক্লাব নালিতাবাড়ীর সাধারণ সম্পাদক ও দৈনিক জবাবদিহির সাবেক শেরপুর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির, সহ-সাধারন সম্পাদক আব্দুল মোমেন, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর (নালিতাবাড়ী) নাজমুল হক, সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি অভিজিৎ সাহা, খোলা কাগজ প্রতিনিধি মেহেদী হাসান সাকিব প্রমুখ।

এসময় বক্তারা বিগত সময়ে দৈনিক জবাবদিহির ও প্রতিবেদকের প্রকাশিত বিভিন্ন সংবাদের প্রশংসা করেন। দৈনিক জবাবদিহির সুন্দর আগামীর পথচলার জন্য শুভকামনাও জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন- দৈনিক সকালের সময় প্রতিনিধি হারুন অর রশিদ, গনমুক্তি প্রতিনিধি আজিনুর রহমান, দেশের পত্র প্রতিনিধি দৌলত হোসাইন, নয়া শতাব্দী প্রতিনিধি পুলক রায়, বাংলার কাগজ প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম, ভোরের বাণী প্রতিনিধি সারোয়ার হোসেন, নকলা থেকে আগত সাংবাদিক রাফসান আহমেদ মাহদী, এইচএম হাসান মিয়াসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft