বুধবার ২২ জানুয়ারি ২০২৫ ৮ মাঘ ১৪৩১
 

এবার হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে পলক     ঢাবি এলাকায় গাছ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার    বোমা হামলার হুমকি পাওয়া বিমানটিতে তল্লাশি    জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম    সাবেক মেয়র আতিক তিন দিনের রিমান্ডে    ফেব্রুয়ারিতেই চীনা পণ্যে বাড়তি শুল্ক আরোপের চিন্তা ট্রাম্পের    শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিলের আবেদন করবে ডিএমপি   
দর্শকের হৃদয়ে জায়গা করে নিতে চান রুনা
বিনোদন প্রতিবেদক :
প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৩:০০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৯:০৬ অপরাহ্ন

সুন্দরের সানিধ্য যেমন সবাই কামনা করে তেমনি সুন্দর ব্যবহারও বাড়ায় ব্যক্তিত্ব এবং মুগ্ধ করে সবাইকে। আর মানুষের সুন্দর ব্যবহারই আকৃষ্ট করে মিডিয়ার নতুন মুখ মডেল সামিরা ইসলাম রুনা। ছোটবেলা থেকেই মিডিয়াতে কাজ করার ইচ্ছে ছিল রুনার।

কিন্তু তিনি কোনো দিন ভাবেন নাই সত্যি সত্যি ইচ্ছে পূরন হয়ে যাবে। তিনি অনার্স প্রথম বর্ষে পড়ছেন। ২০২৪ এর জানুয়ারি থেকে মিডিয়াতে পা রেখেছেন শট ফিল্ম দিয়ে শুরু করেন তারপর নাটক ফ্যাশন হাউজের কাজ, ব্র‍্যান্ড শুট, ব্রাইডাল শুট, TVC OVC ভিজুয়াল শুট, টিভি প্রোগ্রাম এগুলো করছেন রেগুলার। মিউজিক ভিডিও একটু ছোঁয়া ও মন ঘমুনা তে কাজ করেছেন।

মিডিয়াতে কাজের ব্যাপারে পরিবারের সহযোগীতা প্রসঙ্গে সামিরা ইসলাম রুনা বলেন, তার আম্মু সব সময়ই পাশে ছিলেন। তাকে সাপোর্ট দিয়ে আসছেন সব সময়। মিডিয়াতে নতুন যারা মডেলিং করতে আসতে চায় তাদের উদ্দেশ্যে বলেন, একটু সময় নিয়ে নিজেকে গ্রুমিং করতে হবে আগে৷ ধৈর্য্য ধরতে হবে প্রচুর। নিজের স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করতে হবে। খুব সাবধানে জেনে বুঝে পা ফেলতে হবে৷ সবার আগে নিজেকে ভালোবাসতে হবে। 

তার প্রিয় রঙ পিঙ্ক, নীল,লাল এগুলোতে নিজেকে সজীব লাগে। তার করা উল্লেখ্যযোগ্য অন্যতম কাজগুলোর মধ্যে রয়েছে একটু ছোঁয়া ও মন ঘমুনা তে।  বিজ্ঞাপনচিত্রে কাজের বিষয়ে কথাবার্তা চলছে বলে জানান সামিরা। এ ছাড়া ও বেশ কিছু নাটকে কাজ করেছেন।  বই পড়তে পছন্দ করেন। কবিতা আবৃত্তি করেন। অবসর সময়ে তিনি গান শুনেন, মুভি দেখেন৷ মিডিয়া নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে সামিরা ইসলাম রুনা জানান, আমি অল টাইম নিজের প্রতিভা দিয়ে ভালো ভালো কাজ করতে চাই। এবং আমি আমার কাজের মাধ্যমে সব শ্রেনীর মানুষের কাছে পরিচিত হতে চাই। এমন কিছু কাজ করে যেতে চাই যাতে দর্শক আমাকে আজীবন যেন মনে রাখে।  

সবাই আমার জন্য দোয়া করবেন। আমার সামনের পথগুলো যেন সহজ হয় এবং সকলকে আগামী দিনে আরো ভালো কাজ উপহার দিতে পারি। দেশের মানুষের ভালবাসা ও দোয়া থাকলে আমি একজন সু-দক্ষ অভিনয়শিল্পী হয়ে আমার স্বপ্নের উচ্চতায় পৌঁছতে পারবো ইনশাআল্লাহ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft