প্রকাশ: রোববার, ১৯ জানুয়ারি, ২০২৫, ২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৮:২২ অপরাহ্ন

ভারতের জনপ্রিয় গায়ক দার্শান রাভাল বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। দীর্ঘদিনের বন্ধু ধারাল সুরেলিয়ার সঙ্গে নতুন জীবন শুরু করেছেন তিনি।
বিয়ের খবরটি নিজেই জানিয়েছেন এই গায়ক। গতকাল শনিবার (১৮ জানুয়ারি) রাতে ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করে ক্যাপশনে দর্শন লিখেছেন, ‘চিরকালের সেরা বন্ধু।’ এরপর থেকেই শুভেচ্ছা ও প্রশংসায় ভাসছেন নব এই দম্পতি।
২০১৪ সালে রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস র স্টার’-এ অংশগ্রহণের পর দার্শান রাভাল খ্যাতি অর্জন করেন। এরপর তিনি ‘প্রেম রতন ধন পায়ো’, ‘সনম তেরি কসম’, ‘তেরা সুরুর’, ‘লাভযাত্রী’র মতো বেশ কয়েকটি সিনেমার জন্য গান গেয়েছেন। এ ছাড়া তার কণ্ঠে অসংখ্য জনপ্রিয় গান রয়েছে।