বুধবার ২২ জানুয়ারি ২০২৫ ৮ মাঘ ১৪৩১
 

শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিলের আবেদন করবে ডিএমপি    সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে অধ্যাদেশ জারি    সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আয়কর নথি জব্দের আদেশ     তুরস্কে রিসোর্টে আগুন লেগে ৬৬ জন নিহত    দেড় লাখ টন সার আমদানি করবে সরকার    সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা    গাজায় ধ্বংসস্তুপ থেকে ৬৬ লাশ উদ্ধার   
টুঙ্গিপাড়া লেবুতলায় ব্রিজ ভেঙে নদীতে, ভোগান্তীতে স্থানীয়রা
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: রোববার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৭:১৯ অপরাহ্ন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার লেবুতলা থেকে ডুমুরিয়া যাওয়ার পথে লেবুতলা, চিথলিয়া কাঁটাখালের ব্রিজ ভেঙে নদীর মধ্যে পড়ে গেছে, যার ফলে স্থানীয় হাজার হাজার মানুষের চলাচলে সৃষ্টি হয়েছে ব্যাপক ভোগান্তি। 

ব্রিজটি ভেঙে যাওয়ার পর থেকে সাধারণ জনগণ বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে পড়েছেন এবং তাদের দৈনন্দিন যাতায়াত খুবই কঠিন হয়ে পড়েছে। 

এ অঞ্চলের জনগণের অভিযোগ, ব্রিজটি দীর্ঘদিনের পুরনো এবং সংস্কার বা মেরামত না হওয়ার কারণেই এটি ভেঙে পড়েছে। ব্রিজের ভেঙে পড়ার পর স্থানীয়রা এখন বিকল্প রাস্তায় চলাচল করতে বাধ্য হচ্ছেন, যা সময়সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ। এ কারণে অনেকেরই জীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। 

অধিকাংশ লোকেরই দাবি, দ্রুত ব্রিজটি পুনর্নির্মাণ করতে হবে, যাতে তাদের দৈনন্দিন জীবন স্বাভাবিক হয়ে ওঠে। 

সাধারণ জনগণ এবং স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে তারা এই গুরুত্বপূর্ণ ব্রিজটি অতিশীঘ্র সংস্কার করে জনগণের যাতায়াত সহজ করেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন এবং গোপালগঞ্জ জেলা কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন, তবে এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। জনগণের দাবি, ব্রিজটি দ্রুত নির্মাণ হলে তাদের যাতায়াতে সমস্যা অনেকটাই কমবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft