শনিবার ১১ জানুয়ারি ২০২৫ ২৭ পৌষ ১৪৩১
 

তারেক রহমান সহ ৩ নেতাকে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প    সংখ্যালঘুদের ওপর বেশিরভাগ হামলা রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত    শিক্ষকরা রাজনীতি করতে পারবেন না: ডা. বিধান রঞ্জন    জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট নয়, দাবি বিএনপি ও সমমনাদের    হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই: জ্যাক সুলিভান    ফের ভারতীয় রুপির দরপতন    শ্রীলঙ্কায় ইসলাম ‘অবমাননার’ দায়ে বৌদ্ধ সন্ন্যাসীকে কারাদণ্ড   
ভাঙ্গুরায় বিএনপি নেতার মারধরের শিকার পুলিশ
ভাঙ্গুড়া (পাবনা) সংবাদাতা
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ৩:২১ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় ছিনতাইয়ের লিখিত অভিযোগ তদন্তে গিয়ে পুলিশের  উপ-পরিদর্শক,সহ অভিযোগকারী আসিফ  ও তার আত্মীয়রা বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের মারধরের শিকার হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে ভাঙ্গুড়া স্মৃতিসৌধ এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্তরা ভাঙ্গুড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম নুরু, ছাত্রদল কর্মী অভিযুক্ত জাহিদ ও তার সহযোগীরা।

খোঁজ নিয়ে জানা যায়, গত বছরের ২৭ ডিসেম্বর শাহজাদপুর উপজেলার দড়িয়াপুর এলাকার বাসিন্দা আসিফ ভাঙ্গুড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ভাঙ্গুড়ার ছাত্রদল কর্মী জাহিদ গলায় চাকু ঠেকিয়ে তার কাছ থেকে ৩৪০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই করেছে। আসিফ ভাঙ্গুড়া উপজেলার একটি আইটি ফার্মে ফ্রিল্যান্সিং শিখতেন।

শুক্রবার সন্ধ্যায় আসিফের কয়েকজন আত্মীয় অভিযোগের বিষয়ে আলোচনা করতে ভাঙ্গুড়া থানায় আসেন। বিষয়টি সমাধানের জন্য তদন্তকারী উপ-পরিদর্শক সুব্রত কুমার অভিযুক্ত জাহিদকে মোবাইল ফোনে ডাকেন।

জাহিদ উপজেলার স্মৃতিসৌধ এলাকায় পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সালাম নুরু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক হুমায়ুন কবির ছাত্রদল কর্মী কলেজ ছাত্রদলে আহবায়ক বায়েজিদ, সদস্য সচিব ডাবলু,  জীম, সজলসহ কয়েকজন ছাত্রদল কর্মীকে সঙ্গে নিয়ে আসেন। সুব্রত কুমার জাহিদের কাছে ছিনতাইয়ের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা নুরু উত্তেজিত হয়ে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে আসিফের আত্মীয় শাকিল, রাহুল সহ সাতজনকে মারধর শুরু করেন ।SI সুব্রত কুমার বাধা দিতে গেলে তাকে  হিন্দু পরিচয় তুলে আওয়ামীলীগ, ছাত্রলীগ বলে তাকেও মারধোর শুরু করেন।

ঘটনা জানতে পেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভাঙ্গুড়া থানার তদন্ত কর্মকর্তা আব্দুল করিমের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়। মারধরে আসিফের আত্মীয় শাকিল গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানেও ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়।

পরবর্তীতে থানার দ্বিতীয় তলায় উভয় পক্ষকে নিয়ে আপস-মীমাংসা বৈঠক হয়। সেখানে মোবাইল ও টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চত হওয়া গেছে।

তদন্তকারী পুলিশ কর্মকর্তা সুব্রত কুমার বলেন, "অভিযোগের তদন্তে অভিযুক্ত জাহিদকে ডেকে আনলে বিএনপি নেতা নুরু ও তার সহযোগীরা আমাকে সহ  অভিযোগকারীদের মারধর ও গালিগালাজ  করে। 

বিএনপি নেতা নুরু বলেন, "পুলিশ কর্মকর্তা সুব্রত জাহিদকে থানায় না নিয়ে স্মৃতিসৌধ এলাকায় অন্য উদ্দেশ্যে নিয়ে এসেছিলেন। আমি কাউকে মারধর করিনি। কিছু ছোট ছেলেরা মারধর করেছে, যাদের আমি চিনি না।"

অভিযোগকারী আসিফের ভাই রাহুল বলেন, "আমার ভাইয়ের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় আমরা ভাঙ্গুড়া থানায় আসি। কিন্তু তারা পুলিশের উপস্থিতিতে পুলিশ ও আমাদের মারধর করে।"

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটানায় একটি সাধারন ডায়েরী করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft