শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫ ২৬ পৌষ ১৪৩১
 

নতুন বাংলাদেশের অগ্রযাত্রায় চীনকে আরও বেশি পাশে পাওয়া যাবে: ফারুকী    ভোলার মানুষ শেখ হাসিনার ফাঁসি দেখতে চায়: সারজিস আলম    ‘মাইনাস-টু’ প্রসঙ্গে যা বললেন বিএনপি নেতা আমীর খসরু    মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পাচ্ছে ৩৩ জন    জুমার দিনের গুরুত্বপূর্ণ ৭ আমল    কত টাকা বাড়ছে সিগারেটের দাম    ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ করেছিল আ.লীগ: ফখরুল   
মোহনগঞ্জে ট্রেনের টিকেট কলোবাজারির তিন ব্যক্তিকে আটক
মোহনগঞ্জ (নেত্রোকোনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ৭:০৯ অপরাহ্ন

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ১০ দিনের করে কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।  পাশাপাশি তাদের অর্থদন্ডও করা হয়।

গতকাল বৃহস্পতিবার  রাত ৭টার দিকে নেত্রকোণা সেনা ক্যাম্পের মেজর নাজমুজ সাকিব  এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

এদিন বিকাল ৩টার দিকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। মোহনগঞ্জ সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট মো. মাহমুদুল হাসান মেহেদীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

কালোবাজারিরা হলেন- মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকার গোলাম রব্বানীর ছেলে মো. খসরু (২৫), একই ‍এলাকার মৃত মুসলিম উদ্দিনের ছেলে ফুল মিয়া (৪৫) ও জামালপুরের মেলান্দহ উপজেলার পাঁচপয়লা গ্রামের মো. আসাদুল্লাহর ছেলে আবু সাইম (২৫)। এদের মধ্যে খসরু ও সাইমেকে পাঁচশো টাকা ও ফুল মিয়াকে নয়শো টাকা জরিমানা করা হয়।

সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-মোহনগঞ্জ চলাচলকারী মহুয়া কমিউটার ট্রেনের টিকেট কাউন্টার থেকে আগে থেকেই কিনে রেখে বাড়তি দামে যাত্রীদের কাছে বিক্রি করে একটি চক্র। যাত্রীদের থেকে এমন অভিযোগ পেয়ে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে রেলওয়ে স্টেশনে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। মোহনগঞ্জ সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট মো. মাহমুদুল হাসান মেহেদীর নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই তিন টিকেট কালোবাজারিকে হাতেনাতে আটক করে। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। পাশাপাশি তাদের অর্থদণ্ড করা হয়। পরে দণ্ডপ্রাপ্ত তিনজনকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ‍ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত তিনজনকে থানা হাজতে রাখা হয়েছে। আদালতের মাধ্যমে আজ শুক্রবার তাদেরকে কারাগারে পাঠানো হবে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft