প্রকাশ: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ৮:০৬ অপরাহ্ন
গোপালগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন।
আজ শুক্রবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামে গোপীনাথপুর-খোলঘাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলো- সদর উপজেলার ইছাখালী দক্ষিণপাড়া গ্রামের পলাশ শেখের ছেলে ও জালালাবাদ ইউনিয়নের পাঁচুরিয়া আলিয়া মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী মারুফ শেখ (১৪) এবং একই গ্রামের বুলবুল ফকিরের ছেলে ও খালিয়া ইউনাইটেড একাডেমির নবম শ্রেণির ছাত্র বাঁধন ফকির (১৪)।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির সাজেদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে মোটরসাইকেলে করে তিন বন্ধু খালিয়া থেকে দুর্গাপুর বাজারে যাচ্ছিলো। পথিমধ্যে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তিন জনই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারুফ শেখ ও বাঁধন ফকিরকে মৃত ঘোষণা করেন। আহত অপর কিশোরের পরিচয় পাওয়া যায়নি। তাকে চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।