প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৬:২০ অপরাহ্ন
গ্রিনল্যান্ড ও পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে যে ইচ্ছাপোষণ করেছিলেন, সেখান থেকে সরে আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
বরং ওই দুই এলাকাকে জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ অভিহিত করে সেগুলোর নিয়ন্ত্রণ নিতে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছেন আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনল্ড ট্রাম্প।
তবে ডেনমার্ক ও পানামা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে, তারা কোনো পরিস্থিতিতেই নিজেদের ভূমির মালিকানা ছাড়বে না।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সামরিক বা অর্থনৈতিক চিন্তা করে নয়; বরং আমেরিকার অর্থনৈতিক নিরাপত্তার জন্য ওই এলাকাগুলো তাদের প্রয়োজন।
এ সময় তিনি মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে "আমেরিকা উপসাগর" রাখার পরামর্শও দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।
গ্রিনল্যান্ড ও পানামা খালের বিষয়ে এই ধরনের একটি মন্তব্য করাটা মি. ট্রাম্পের আলোচনা এগিয়ে নেওয়ার একটি কৌশল বলে মনে করছেন অনেকে।
এদিকে, পাশের দেশ কানাডাকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত করার প্রচেষ্টা চালাবেন কি না এমন প্রশ্নের জবাবে মি. ট্রাম্প "অর্থনৈতিক শক্তি" কাজে লাগানোর কথা বলেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার সীমান্তকে "কৃত্রিমভাবে আঁকা লাইন" বলে অভিহিত করেন মি. ট্রাম্প।