শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫ ২৫ পৌষ ১৪৩১
 

বাংলাদেশে বিনিয়োগের জন্য তুরস্ককে প্রধান উপদেষ্টার আহ্বান    শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো প্রসঙ্গ রিজভীর মন্তব্য    রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলায় নিহত ৪০     সরকারি অর্থে কোনো অতিথিকে হজে নেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা    বিডিআর জওয়ানদের মুক্তির দাবীতে শাহবাগ অবরোধ    নেতাকর্মীদের জন্য নতুন নির্দেশনা দিলো বিএনপি    সকালে লেবু-পানি খেলে মিলবে যেসব উপকার   
নাটোরে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৩:১৩ অপরাহ্ন

নাটোর শহরের ফুটপাত দখল মুক্ত করতে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। আজ বুধবার(৮ জানুয়ারি) সকাল ১০ টা থেকে শহরের ছায়াবাণী মোড়ে এ উচ্ছেদ অভিযান শুরু করে সড়ক ও জনপদ বিভাগ।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ হোসেন।

সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম জানান, মানুষ যেন ফুটপাত দিয়ে নিরাপদে চলাচল করতে পারেন। নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন। ফুটপাত দখলমুক্ত করতে বার বার নোটিশ দেওয়ার পরেও ফুটপাত ছাড়েননি। ফুটপাত দখলমুক্ত করতে সকাল থেকে শহরে এ অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতে শহরের কোনো ফুটপাত দখল করে দোকানপাট বসানো এবং দোকানের মালামাল রাখা যাবে না বলে মাইক্রিন করা হয়েছে।

উল্লেখ্য, গত ২ ডিসেম্বর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রওশন আলম সড়ক ও জনপথ বিভাগ সদর থানা পুলিশসহ সড়ক ও জনপথ কর্তৃপক্ষকে ফুটপাত এবং রাস্তার দখলমুক্ত করার নির্দেশ প্রদান করেন। তারই প্রেক্ষিতে আজ ফুটপাত দুখলমুক্ত করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft