প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৩:০৫ অপরাহ্ন
গোপালগঞ্জে কৃষি সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার। সকাল এগারোটায় সম্মেলন শুরু হয় গোপালগঞ্জ শহরের শেখ ফজলুল হক মনি অডিটোরিয়ামে।
গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম কবিরের সভাপতিত্বে কৃষি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো : মিজানুর রহমান, ডিডিএলজি বিশ্বজিৎ কুমার পাল ও বিএফএ গোপালগঞ্জ জেলা সভাপতি কেএম অলিউর রহমান।
প্রবন্ধ উপস্থাপনা করেন- গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আ: কাদের সরদার।
সভায় বক্তব্য রাখেন- গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডীন ও সহযোগী অধ্যাপক ড.জিলহাস আহমেদ জুয়েল, ফরিদপুর বিএডিসি (সার) যুগ্ম পরিচালক কৃষিবিদ এসএম ইকরামুল হক ও গোপালগঞ্জ বীনা উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হারুন অর রশীদ প্রমুখ।
সম্মেলনে জেলর বিসিআইসি ও বিএডিসি সার ও বীজ ডিলারবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের সাব ডিলার বৃন্দ, বিভিন্ন পর্যায়ের কৃষি কর্মকর্তাগন, আদর্শ কৃষকগন ও বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাগন।
সম্মেলন সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি অফিসার মুনমুন সাহা।