প্রকাশ: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ৫:৫৭ অপরাহ্ন
গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীমের ছবি ব্যবহার করে 'কাপাসিয়া নিউজ' নামে একটি ফেসবুক আইডি থেকে রাজনৈতিক পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে।
গতকাল রবিবার (৫ জানুয়ারি ) সন্ধ্যায় কাপাসিয়া থানায় এ বিষয়ে মৌখিক অভিযোগ দিয়েছেন ইউএনও।
জানা গেছে, 'কাপাসিয়া নিউজ' নামে ওই ফেসবুক আইডি চলমান রয়েছে। ফেসবুক আইডিটির প্রোফাইল ছবিতে দেওয়া হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্যরত একটি ছবি। সেই সঙ্গে আইডিটির কাভার ছবিটিতে দেখা যাচ্ছে বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও গাজীপুর জেলা বিএনপির নেতাদের ছবি।
জানতে চাইলে ইউএনও তামান্না তাসনীম বলেন, এভাবে অন্যের ছবি বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এই ধরনের কোনো আইডি বা ফেসবুক পেজ আমি ও আমার অফিসের কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যবহার করি না। কেউ তা দেখে বিভ্রান্ত হবেন না।
এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়েছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ইউএনও মহোদয় বিষয়টি আমাকে জানিয়েছেন। পুলিশ ইতিমধ্যে ফেসবুক আইডিটি কে ব্যবহার করছে, সে বিষয়ে তদন্ত শুরু করেছে।