প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৬:৪৭ অপরাহ্ন
জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনের সাথে সার বোঝাই ট্রাকের সংঘর্ষ ঘটেছে, সংঘর্ষে ট্রাকটি খন্ড খন্ড হয়ে ট্রেন ও ট্রাকের চালকসহ তিন জন গুরুতর আহত হয়েছে।
আহত ট্রাক চালক ও সহযোগির সঠিক পরিচয় ও পরবর্তী অবস্থা সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।
বিভিন্ন সূত্রে জানা যায়, ভূয়াপুর স্টেশন হতে চট্রগ্রামগামী ৩৮ ডাউন ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেন ( ৮ জানুয়ারী) ভোর ৪.৪৫ মিনিটের সময় উপজেলার তালুকদার বাড়ী রেলক্রসিং পার হতে গেলে একটি সার বোঝাই ট্রাক যার নাম্বার ঢাকা মেট্রো-ট ২২-৬৩২২ রেলের উপর উঠে পড়লে এ সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ট্রাকটি দুমরে মুচড়ে যায়।
সকাল এগারোটার সময় পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় লাইন ক্লিয়ার করে ট্রেনচলাচল স্বাভাবিক করা হয়।
এ বিষয়ে ট্রেনের আহত চালক সামছুল হক জানান, আমি ভুয়াপুর স্টেশন থেকে ছেড়ে আসছি পরবর্তী স্টেশন সরিষাবাবাড়ী। আমি তালুকদার বাড়ী রেলগেটে ঠুকার সময় হুইসেল দিসি। হুইসেল দিয়ে আমি গেটে উঠবো এর মধ্যেই একটা সার ভর্তি ট্রাক গেটে উঠে পড়ে।
তখন গেটের সিগনাল পড়ে নাই যদি পড়তো তাহলে এ দুর্ঘটনা ঘটতো না।
জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, তিনি ভোরে ঢাকা রেলওয়ে ডিপার্টমেন্ট হতে ফোনে জানতে পারেন সরিষাবাড়ী তালুকদার বাড়ী মোড়ে রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটেছে। তিনি খবর পেয়ে ঘটনার স্থলে আসেন। ট্রেনটি যখন তালুকদার বাড়ী রেলক্রসিংএ আসে তখন এ গেটটির যে গেটম্যান সে না থাকার কারনে সিগনাল পড়ে নাই। একপর্যায় ট্রেন দ্রুত গতিতে আসে অপরদিক থেকে সার ভর্তি ট্রাকও রেলক্রসিং এর উপর উঠে পড়ে। আমরা এ দুর্ঘটনার সঠিক তদন্ত করে আইনগত ব্যাবস্থা গ্রহন করবো।