প্রকাশ: রোববার, ৫ জানুয়ারি, ২০২৫, ৪:৫৫ অপরাহ্ন
অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে ও ট্রাক্টরের মাধ্যমে বহন করার অপরাধে সাইদুর রহমান (৩৫) নামের এক ট্রাক্টর চালককে ৬ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এর প্রতিবাদে রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে ট্রাক্টর মালিক সমিতির উদ্যোগে দুই শতাধিক ট্রাক্টর মালিক ও চালকমিলে বেআইনি জনতা দলবদ্ধ হয়ে থানার ভিতরে প্রবেশ করে এবং ঘেরাও করে।
এসময় আঃ আজিজ, দাখিরুল, জিন্নাহ আরমি ও আব্দুস ছালাম মাস্টার ওসির কক্ষে প্রবেশ করে এবং সাইদুরকে আটকের বিষয় প্রতিবাদ জানায়।
এ ব্যাপারে ওসি লুৎফর রহমান জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল দিও নিজে ঘটনাস্থল উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় ঘোষনা করেন। যার প্রেক্ষিতে পুলিশ তাকে আদালতে প্রেরণ করেছেন। আপনাদের কিছু বলার থাকলে আপনারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল দিও সাথে কথা বলেন। পরে প্রতিবাদকারিরা থানা থেকে চলে যান।
উল্লেখ্য, দীর্ঘদিন থেকে একটি চক্র উপজেলা বন্দবেড় ইউনিয়নের ফলুয়ার চরসহ বিভিন্ন এলাকা থেকে ভেকু দিয়ে ফসলি জমি থেকে মাটি কেটে ট্রাক্টর দিয়ে পরিবহন করে আসছিলেন। এলাকাবাসির অভিযোগরে প্রেক্ষিতে সরেজমিনে মদাব্যাপারীর ঘাটের মৃত্যু আজিজুল হকের ছেলে সাইদুর রহমানকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। পরে তাকে পুলিশ হেফাজতে কৃড়িগ্রাম জেলখানায় পাঠানো হয়।
এ ব্যাপারে রৌমারী থানার ওসি লুৎফর রহমান জানান, তারা এভাবে থানায় ভিতরে প্রবেশ করা মোটেই ঠিক করেনি। পুলিশ তাদেরকে বুঝিয়ে থানা থেকে বের করে দেন।