বৃহস্পতিবার ৯ জানুয়ারি ২০২৫ ২৫ পৌষ ১৪৩১
 

চট্টগ্রামে আদালত থেকে হারিয়ে যাওয়া নথি ভাঙারির দোকান থেকে উদ্ধার    সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৪    আলিয়া মাদরাসার অস্থায়ী আদালতে আগুন, সড়ক অবরোধ    ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে ৫ জন নিহত    গুরুতর অপরাধ ছাড়া বাদ পড়া বাকিরা নিয়োগ পাচ্ছেন    ট্রাইব্যুনালে বিএনপির ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ     শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের বার্তা   
রৌমারীতে ট্রাক্টর চালককে ভ্রাম্যমাণে জেল দেওয়ার প্রতিবাদে থানা ঘেরাও
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ জানুয়ারি, ২০২৫, ৪:৫৫ অপরাহ্ন

অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে ও ট্রাক্টরের মাধ্যমে বহন করার অপরাধে সাইদুর রহমান (৩৫) নামের এক ট্রাক্টর চালককে ৬ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এর প্রতিবাদে রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে ট্রাক্টর মালিক সমিতির উদ্যোগে দুই শতাধিক ট্রাক্টর মালিক ও চালকমিলে বেআইনি জনতা দলবদ্ধ হয়ে থানার ভিতরে প্রবেশ করে এবং ঘেরাও করে।

এসময় আঃ আজিজ, দাখিরুল, জিন্নাহ আরমি ও আব্দুস ছালাম মাস্টার ওসির কক্ষে প্রবেশ করে এবং সাইদুরকে আটকের বিষয় প্রতিবাদ জানায়। 

এ ব্যাপারে ওসি লুৎফর রহমান জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল দিও নিজে ঘটনাস্থল উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় ঘোষনা করেন। যার প্রেক্ষিতে পুলিশ তাকে আদালতে প্রেরণ করেছেন। আপনাদের কিছু বলার থাকলে আপনারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল দিও সাথে কথা বলেন। পরে প্রতিবাদকারিরা থানা থেকে চলে যান।

উল্লেখ্য, দীর্ঘদিন থেকে একটি চক্র উপজেলা বন্দবেড় ইউনিয়নের ফলুয়ার চরসহ বিভিন্ন এলাকা থেকে ভেকু দিয়ে ফসলি জমি থেকে মাটি কেটে ট্রাক্টর দিয়ে পরিবহন করে আসছিলেন। এলাকাবাসির অভিযোগরে প্রেক্ষিতে সরেজমিনে মদাব্যাপারীর ঘাটের মৃত্যু আজিজুল হকের ছেলে সাইদুর রহমানকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। পরে তাকে পুলিশ হেফাজতে কৃড়িগ্রাম জেলখানায় পাঠানো হয়।

এ ব্যাপারে রৌমারী থানার ওসি লুৎফর রহমান জানান, তারা এভাবে থানায় ভিতরে প্রবেশ করা মোটেই ঠিক করেনি। পুলিশ তাদেরকে বুঝিয়ে থানা থেকে বের করে দেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft