প্রকাশ: রোববার, ৫ জানুয়ারি, ২০২৫, ৩:৪১ অপরাহ্ন
সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে যৌথবাহিনী।
আজ রোববার (৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বেলকুচি পৌরসভার কামারপাড়া এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে লতিফ বিশ্বাসকে আটক করেছে যৌথবাহিনী। এখনো তার বাড়িতে অভিযান চলছে।
এর আগে গতকাল শনিবার (৪ জানুয়ারি) রাত ৯টার দিকে এনায়েতপুর থানার খাজা ইউনুস আলী দরবার শরিফের ১১০তম উরসে পৌঁছালে ১ নম্বর গেট এলাকায় লতিফ বিশ্বাসের গাড়ি অবরোধ করেন উত্তেজিত জনতা। এসময় দুর্বৃত্তের ঢিলে গাড়ির একটি গ্লাস ভেঙে যায়। পরে দরবার শরিফের নিরাপত্তা প্রহরী তাকে উদ্ধার করে ভেতরে নিয়ে যান। সেখানে তিনি কয়েক ঘণ্টা অবরুদ্ধ ছিলেন বলে জানা গেছে।